"আখলাকিয়াত"(শিল্প). সজাগ সাধনা : চোখ খুলে রাখতে হয়, প্রাণকে জাগ্রত রাখতে হয়, মনকে পিঞ্জর খোলা পাখির মতো মুক্তি দিতে হয়। সজাগ সাধনার গোড়ায় শ্রান্তিকে বরণ করতে হয়। যেমন - 'সালাত'। "Art is not a pleasure trip, it is a battle, a mill that grinds." - Millet. 'নিয়তিকৃত - নিয়মরহিতা' : "Art has been pursuing the chimera attempting to reconcile two opposites, the most slavish fidelity to nature and the most absolute independence. So absolute that the work of art may claim to be a creation." - Bracquemont. : আয়াত(নিদর্শন)। * অমৃত হয় একটি ফোটা, তৃপ্তি দেয় অফুরন্ত। * 'আদানে ক্ষিপ্রকারিতা প্রতিদানে চিরায়ূতা' আমি যাত্রী - যে চলেছে আপনার পথ আপনি খুঁজতে খুঁজতে। সিরাতে মুসতাকিমে। "ধীরে ধীরে পথ ধরো মুসাফির, সীড়ী হৈ অধবনী।" -দূর্গম সোপান, হে যাত্রী, ধীরে পা রাখ। ফুল যেমন বিজ্ঞাপন দিচ্ছে নানা বর্ণে সাজিয়ে, বসন্ত ঋতু লটকে দিচ্ছে তার বিজ্ঞাপন আকাশ-বাতাস-পৃথিবী ছেয়ে। হে মুসাফির, তবে কেন পেলে না আপন ঠিকানা, রবের নিশানা। শুধু ফোটা নয় ফলে পৌছাও। ফোটার গৌরব(ফল) শিল্পাচার্যের পরিচিতি। হে ভাস্বতী, জগতে কারিগরেরই বাহবা বেশী শিল্পীর চেয়ে, কেননা কারিগর বাহবা পেতই গড়ে, শিল্পী গড়ে চলে নিজের কাজের সঙ্গে নিজকে ফুটতে বোধ করতে - করতে। এই কারণেই শিল্পচর্চার গোড়ার পাঠ শিল্প বাধ বা রুচিবোধ (সুন্নাহ্), যেমন শিশু শিক্ষার গোড়াতে হচ্ছে শিশু বোধ (ফিতরাত)। মৌচাকের গোপনতার মধ্যে কি উপায়ে ফুলের পরিমল গিয়ে পৌঁছাচ্ছে তা দেখতে পাওয়া যায়; কিন্তু মধুর সৃষ্টি হচ্ছে একটা প্রকাণ্ড রহস্যের আড়ালে। মৌচাকের আদর, তাতে মধু ধরা থাকে বলেই তো। এ বাঁধা পড়ে মনে। এই হল সমস্ত রসশাস্ত্রের প্রথম ও শেষ পাঠ। শিল্পীর কাজকে এই জন্যে বলা হয় নির্মিতি অর্থাৎ রসের দিক দিয়ে যেটি মিত হলেও অপরিমিত (শরিয়া)। আর কারিগরের (Engineering) কাজকে বলা হয় নির্মাণ অর্থাৎ নিঃশেষভাবে পরিমাণের মধ্যে সেটি ধরা। * শিল্পীর শিল্পকে বলা হয়েছে 'অনন্যপরতন্ত্রা'। প্রগতিকে রুদ্ধ করে সাম্প্রদায়ীক (স্বার্থগৃদ্ধতা হোক তা গোত্র, জাতি, ভাষা, রঙ, বংশ, অর্থ, অঞ্চল ইত্যাদিগত) বৃষ বৃক্ষ রোপণ করেছে বার বার। সকল নবীকে তার কওমের প্রত্যাখান এ যেন যুগান্তরের ঘূর্ণিপাক। শিল্পলোকের যাত্রাপথে একটা মোহপাশ রয়েছে। যেমন: দিবস বন্দনার কার্যকারণ। তথাকথিত প্রথা(tradition) যা কুসংস্কার। এ তো শুধু প্রতিকৃতি(নকল) করা হয় মাত্র। অনুকৃত করা হয়েছে মাত্র। শিল্প তার আত্মার সংস্কার সাধন করে, এই যে শিল্প এমন যে শিল্পশাস্ত্র, কেবল তারই দ্বারায় যজমান নিজের আত্মাকে ছন্দময় করে যথার্থ যে সংস্কৃতি তাই লাভ করে এবং প্রানের সঙ্গে বাক্যকে, চক্ষুর সহিত মনকে, শ্রোত্রের সহিত আত্মাকে মিলিত করে। সন্নিকটে অনন্ত অনাদী জীবন। সুখ শান্তি সফলতা কামিয়াবী আখিরাত মূখী শিল্প বিপ্লব। আপনাকে জানিলে চমৎকারারিনী শক্তি উদ্ভাসিত হয়ে 'চির উন্নত মম শীর' এর সামর্থ্য লাভ করে স্বাধীন হল। মুক্ত হল। কল্যাণ ও মঙ্গলকামী বনল। নিজকে চিনল রবকে চিনতে পারল। ভয়, দুরারোহ, ভীষন, বিরাট, রহস্য সবকিছুর উপর বিজীত হল। ° স্বাধীন মানে কি? ভাবপ্রবনতাহীন। স্ব+অধীন মনে স্ব এর অধীন? অধীন হওয়া মানে যথেচ্ছাচারের অধীন হওয়া। স্বাধীনতার অর্থ হল সু এর অধীন। স্বাধীনতা মানে তাই শরীয়া(শুভ বা মঙ্গলের অধীনতা। তাওবা মানে ফিরে আসা। প্রায়শ্চিত্ত মানে দন্ড নয়, পুনরায় চিত্তে গমন, স্বাভাবিকতায় 'ফিতরাত' বা স্বভাব-ধর্ম(ইসলাম) প্রকৃতিতে ফিরে আসা। উপকারী জ্ঞান-বিজ্ঞান, প্রগতিশীল, সাম্যমৈত্রীর অসম্প্রদায়ীক এক নির্দশনা। ইখলাস যা নিরপেক্ষতা নিশ্চিতকারী। তাওহীদ মানে ঐক্য। এই শিল্পকে জানা, মানুষের সবচেয়ে বড় শক্তি - সৃষ্টি করনেওয়ালার কৃতিত্ব স্বীকার ও সাক্ষ দান, তাঁকেই জেনে মানা। এই বিরাট সৃষ্টির মাঝে কেমন করে বেঁচে থাকত যদি এই শিল্পকে সে লাভ না করত। দরুদ রহমাতুল্লিল আলামিনের শানে, যাপিত জীবনের প্রস্তাবনায়। আর সাহাবা আজমাইনগনের অনুসরনীয় দৃষ্টান্তে। এই শিল্পই তো তার অভেদ্য বর্ম, এই তো তার সমস্ত নগ্নতার উপরে অপূর্ব রাজবেশ। রাব্বিল আলামিনের প্রতিনিধি হিসেবে। আলহামদুলিল্লাহ।
“Ethics” (art).
Awareness pursuit: You have to keep your eyes open, you have to keep your soul awake, you have to release your mind like a bird in a cage. At the beginning of vigilant pursuit one has to accept fatigue. Such as – ‘Salat’. “Art is not a pleasure trip, it is a battle, a mill that grinds.” – Millet.
‘नियतिकृत – नियमरहिता’:
“Art has been pursuing the chimera attempting to reconcile two opposites, the most slavish fidelity to nature and the most absolute independence. So absolute that the work of art may claim to be a creation.” – Bracquemont. : Verses (patterns).
* Nectar is a drop, it gives endless satisfaction.
* ‘Eternity in exchange for quickness in exchange’
I’m a passenger – that’s your way to find you. Sirate Mustakim.
“Take the path slowly Musafir, stairs hai adhabani.”
-Raccessible stairs, O passenger, keep your feet slowly.
As the flower is advertising in various colors, the spring season is hanging in the sky-wind-earth. O traveler, why don’t you get your address, the sign of the Lord?
Reach the result, not just boil.
Introduction of Shilpacharya.
O Bhaswati,
In the world, the artisan’s praise is more than the artist’s, because the artisan gets praise, the artist develops to feel himself bursting with his work. This is why the early lessons of art practice are art barriers or tastes (Sunnah), just as the beginning of children’s education is child perception (fitrat).
In the secrecy of the beehive, one can see the way in which the flower petals reach; But the sweet creation is behind a huge mystery.
Bee caress, because it contains honey.
I feel tied up. This is the first and last lesson of all chemistry.
This is why the work of the artist is called construction, that is, in terms of juice, which is metaphorical but infinite (sharia).
And the work of the craftsman (Engineering) is called construction, that is, to capture it in an infinite quantity.
* The artist’s art is called ‘Ananyaparatantra’. Communalism (be it selfishness, caste, language, color, clan, meaning, region, etc.) has repeatedly planted trees by blocking progress. The rejection of all the prophets by his people is like the whirlwind of the age. There is a fascination with the journey of art. Such as: Causes of day worship. The so-called tradition which is superstition.
This is just a portrait (fake). Just been imitated.
Art reforms its soul, this is the art that is the art of art, only through it does the master get his soul rhythmic, just as the culture gains and unites the soul with the sentence, the eye with the mind, the soul with the listener. Eternal eternal life is near. Happiness Peace Success Successful Hereafter Oriented Industrial Revolution.
If you know, the wonderful power is manifested and becomes independent by gaining the ability of ‘Ever Improved Mom Shir’. Is free. Welfare and benevolence became. He knew himself and recognized Rob.
Fear, enmity, horror, enormity, mystery prevailed over everything.
Useful knowledge-science, progressive, a non-communal indication of equality. Sincerity which ensures neutrality. Tauhid means unity. To know this art, to acknowledge and testify to the greatest power of man – the Creator, is to acknowledge Him. How could he have survived in the midst of this great creation if he had not benefited from this art. In honor of Darud Rahmatullah Alamin, in the preface of his life. And in the example to be followed by Sahaba Ajmaingan
this art is his impenetrable armor, this is his wonderful royalty over all his nudity. As a representative of Rabbul Al’amin (the Cherishere and Sustainerof the whole).
Alhamdulillah.
“SIGMOID”
“SIGMOID” : Subliminal Simulation Method
ব্যাকরণ : বাংলায় ক্রিয়াপদের রুপ প্রধানত থাকার ভাবকে আশ্রয় করে। ক্রিয়াপদকে ভিত্তি করে স্থিতির অর্থকেই মূখ্য করেছে। গতিটা যেন স্থিতির উপরেই প্রতিষ্ঠিত। _ প্রো-গতি-শীল। অসমাপিকা । অদ্যতনী=সাধারণত বা নিত্য অতীত, এর কাছে হ্যস্তনী/হ্যঃ=পুরাঘটিত বর্তমান কালের জিজ্ঞাসা।
আবেগ থেকে চেতনাকে আলাদা করতে পারলেই পরাজিত করা সহজ। চেতনা কি? উত্তরঃ আল্লাহ থেকে এক মূহুর্ত(লামহা) গাফিল থাকা দুনিয়া এই অর্নির্বাণ শিখা হৃদয়ে প্রজ্বলন রাখা।
স্বপ্ন নেই; আমরা এমন এক জাতি স্বত্তায় পরিনত হয়েছি। চাপিয়ে দেয়া যুদ্ধ বা শত্রু ছাড়া আমরা এক হতে পারি না। আমাদের কি কোন আদর্শ নেই? আমরা একে অপরকে ভালবাসতে শিখিনি তাই অপরের পাশে দাঁড়াতে পারিনা! ভালবাসা ছাড়া কি প্রেম থাকে।
শিল্পের কি বুঝি?
আয়না(আখলাক)। পবিত্র থাকলে, পবিত্রতা(আলোকিত) বিম্বিত হবে পবিত্র প্রতিফলনে।
সুখতো চিনার বিষয় প্রাপ্তির জিনিস নয়। সত্তা, ধন, ক্ষমতা, অহম, ইত্যাদিতে সুখ খোঁজা তো ধ্বংস অনিবার্যতা।
অন্তের ফল প্রারম্ভিকতাই নিহিত।
সত্যের অপছন্দ এবং অসত্যে নিহিত লাভ ভোগীদের পছন্দ।
জ্ঞানের আহ্বান কারণ বিশ্বাসই প্রেম আর প্রমই আল্লাহ। যা মঙ্গল ও কল্যাণময় তা জ্ঞান। জ্ঞান পৌঁছায় বিশ্বাসে(পূর্ণতায়)।
রবকে চিনবে কারন সে নিজেকে চিনতে পারবে(আবিষ্কার) করবে সে কে? সেই মোক্ষ হাসিল করাই ঈমান বিল গায়ব; নিদর্শন সমূহ তার দিশারী। পৌঁছাবে সে নিরন্তর চেষ্টা মেহেনতে।
পূর্ববর্তী জ্ঞানের সাথে পরবর্তী জ্ঞানের উকর্ষতা ট্যাগ, লিংক বা সংযোগই প্রগতিশীলতা। অহী আর অভিজ্ঞতা হল জ্ঞান। তাওরাত-যাবুর-ইঞ্জিল-কুরআন প্রগতিশীল আধুনিকীকরণ এবং আপগ্রেডেশান। পরিপূর্ণতা মানব-মহাবিশ্ব ধ্বংস পর্যন্ত।
সাইয়ানো গ্রাফটিং : সঠিখ মূলে যদি সংযোজন বা ট্যাগ করা হয় তো পূর্ণতা বা লক্ষ্যে পৌঁছানোর সঠিক ও সরল পথ প্রাপ্ত থাকে।
বন্দি হওয়ার পর স্বাধীন হলাম
হৃদয় সমর্পণের পরই ফুল ফুটালাম।
হৃদয়ের(মর্যাদা) সৃষ্টি তো আল্লাহর(রবের) মহিমান্বিত দেয় আমানতের ধারন গরিমায়।
ইল্লা লিয়া বুদুন।
পাহাড় সাগর কেও ক্ষমতা রাখে না। উক্ত আমানাহ(ভালবাসা) ধারন যোগ্যতায়। দরুদ মানবআত্নার পূর্ণতার নিদর্শন। সব নবীর খবর (সুসংবাদ) সর্বশেষ নবী মুহাম্মদ(সা:)।
খুশি দায়েমী হবে নিয়ত ঠিক থাকলে যা প্রকৃত মুক্তি সফলতা।
সত্য হচ্ছে শান্তি দিলের ইতমিনান।
পসতাওয়া (তওবা বা অনুশোচনা) দৌলত; পবিত্রতার দরজা।
মুক্তমনা: নিশ্চয়; সুস্পষ্ট প্রমাণ পাওয়ার পর, যারা মহানবী(দ:) এর কথাবার্তা সম্পর্কে চিন্তা করেছে তারা অস্বীকার থেকে পবিত্র হয়ে বিশ্বাসী হতে পারবে।
স্বভাবগত ভাবে জেদী(ঈর্ষা) মানষিকতা পারবে না(বঞ্চিত)।
মানুষের অবাধ্যতার কারণ সে নিজেকে সয়ংসম্পূর্ণ মনে করে।
নিশ্চয়: কষ্টের পরে স্বস্তি আছে।
আল্লাহ সুগঠিত করে পরিমিতি দান করেছেন তারপর পথ দেখিয়েছেন।
কামনা বাসনার মধ্যে সিদ্ধান্ত তোমারই অবশ্যই চয়নের মাসুল তোমাকে দিতে হবে।
ঈমান হল সাখাওয়াত আর হুসনে আখলাক। মানুষের কিমত উনকা হিম্মত ও দৃঢ়তা।
পুলকিত হওয়ার কি আছে, যখন হালাল হিসাব আর হারামে আজাব সমাহিত।
আমানত নাই ঈমান নাই, ওয়াদা নাই ধর্ম নাই।
অভিযোগের জবাব: কথা একই কিন্তু সিগা বদলে যাওয়া।
দ্বীন কে ছেড়েছি। ইনসানিয়াতকেও জলাঞ্জলি দিয়েছি।
“SIGMOID”: Subliminal Simulation Method:
Grammar: The form of verbs in Bengali is mainly based on the idea of having. Based on the verb, the meaning of status is the main one. The motion seems to be based on the position. _ Pro-speed. Incomplete. Adhyatani = usually or ever past, to which Hastani = question of the present tense.
It is easy to defeat if you can separate consciousness from observation. What is consciousness? Answer: The world that is one moment (lamha) oblivious to Allah, to keep the flame of this burning fire burning in the heart.
We have become such a nation entity. We cannot be one without forced war or enemy. Do we have no ideals? We haven’t learned to love each other so we can’t stand by each other! What is love without love.
What do you mean by art?
Mirror (Akhlaq): In the mirror (Akhlaq). If it is holy, holiness (illuminated) will reflect the holy reflection.
Happiness is not a matter of getting things done. The search for happiness in being, wealth, power, ego, etc., is inevitable.
The fruit of the heart lies in the beginning. / Dislike of truth and choice of beneficiaries inherent in untruth.
Call to knowledge because faith is love and love is God. That which is good and beneficial is knowledge. Knowledge reaches faith (perfection).
Will know Rob because he will know (discover) who he is? Achieving that salvation will make the bill of faith disappear; Patterns are his direction. He will try hard to reach.
The excellence of the next knowledge with the previous knowledge is the tag link or progress. Revelation and experience are knowledge. Torah-Psalms-Injil-Quran Progressive Modernization and Upgradation. Perfection is up to the destruction of the human-universe.
♧ Cyano Grafting: If the right root is added or tagged, then the correct and simple way to reach the perfection or goal is obtained.
I became free after being imprisoned
I blossomed after surrendering my heart
The creation of the heart (dignity) glorifies Allah (the Lord) in the glory of holding the deposit.
Illa Lia Budun.
The mountain sea has no power. In the capacity to hold that amanah (love). Darud is a symbol of the perfection of the human soul. News of all the prophets (good news) The last prophet Muhammad (peace be upon him).
Happiness will be permanent if the intention is right which is the real liberation success.
The truth is peace of mind.
Repentance (repentance) wealth; The door of holiness.
Free-spirited: Sure; After receiving clear evidence, those who have thought about the words of the Prophet (pbuh) will be able to become believers by becoming pure from denial.
Instinctively stubborn (jealous) mentality can not (deprived).
Man’s disobedience because he thinks he is self-sufficient.
Sure: There is relief after suffering.
Allah has bestowed moderation in a well-organized way and then guided.
The decision in lust is yours, you must pay the price of choice.
Faith is Sakhawat and Husna Akhlaq. The value of human beings is their courage and determination.
What is there to be enchanted, when halal reckoning and in haram ajab are buried.
No deposit(accountability), no faith. No promise, no religion.
Answer to complaint: Same thing but change of siga.
I left Deen.
I have also given-water(demonized) to humanity.
“Vibrancy”
আল্লাহ্ তা’আলা মানুষ সৃষ্টি করেছেন এবং তাদেরকে ভাষা শিক্ষা দিয়েছেন। / বসবাস উপযোগী করে অবতারিত (প্রেরন ) করেছেন। গতিশীল সময়ের ক্ষণকাল, প্রয়োজনীয় জীন্দেগী পরীক্ষা উত্তীর্ণ হয়ে মাকসাদে জীন্দেগী মানুষকে তার যোগ্য চিরস্থায়ী ঠিকানায়। / সূচনালগ্নে আদমকে সঠিক পথচলার ‘জ্ঞান’ দেওয়া হয় অলৌকিকভাবে ঐশ্বরিকসূত্রে।
প্রাচীন মিশর বা এসিরিয়া(সাত হাজার বছর) ভাষা হিব্রু – ল্যাটিন – আরবী -ইংরেজী ইত্যাদি। / আল্লাহ যিনি লালন পালনকর্তা স্রষ্টাও বটে যুগে যুগে পৃথিবীতে মানুষকে সঠিক পথে পরিচালনের লক্ষে সমাজ-সংষ্কারক রূপে মানবতাবোধ সম্পন্ন আদর্শ মানুষ পাঠিয়েছেন। এদেরকে নবী ও রাসূল(কিতাব সহ) নামে আল্লাহ্র বিশেষ দূত বা প্রতিনিধি বলা হয়েছে। বিশেষ বিশেষ অবস্থার প্রেক্ষিতে নবীদের মাধ্যমে স্রষ্টার (যিনি রহমান রহিম) বানী প্রেরিত হয়েছে। / প্রত্যেককে তাঁদের নিজ নিজ মাতৃভাষায় বর্ণিত ঐশী বাণী পাঠিয়েছেন। / সর্বশেষ সংস্করণ, কুরআন আন্তর্জাতিক মানবতার ভাষা আরবীতে সংরক্ষণ থাকবে। / মানুষের জন্য গনতন্ত্রান্তিক মূল্যবোধ সম্পন্ন সামাজিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠাকারী সমাজতন্ত্রী যা সর্বোচ্চ নিরপেক্ষতার দৃষ্টান্ত স্থাপন কারী বিজ্ঞানময়তার মাপকাঠি বা মানবাতি সত্য মিথ্যা (মন পূজা) পার্থক্যকারী সদা প্রগতিশীলতায় পূর্ণতা প্রাপ্ত অসাম্প্রদায়ীক(উম্মাহর)। তা সারা আলম (সমস্ত সৃষ্টি জগৎ) ভাষা ও বিধান (পদ্ধতি বা সিস্টেম বা মেকানিজম বা সুন্নাহ্) বাবা আদম (প্রথম নবী) থেকে মনোনীত এবং নিয়ামতে পূর্ণতায় আনেওয়ালা সকল মানুষ আর সমস্ত সৃষ্টি জগতের জন্য দৃষ্টান্ত। দরুদ রহমাতুল্লিল আলামিনের যিনি সর্বশেষ নবীর। / ইউনিফর্মড ইউনিফাইড কমপ্লিট কোড: এক ও অদ্বিতীয় – / লা ই লাহা ইল্লাল লাহু আদম সফিউল্লাহ, লা ই লাহা ইল্লাল লাহু ইব্রাহিম খলিলুল্লাহ, লা ই লাহা ইল্লাল লাহু মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল লাহু ঈসা রুহুল্লাহ। লা ইলাহা ইল্লাল লাহু মুহাম্মদ হাবিবুল্লাব। / ভাষা : ইনানি ‘যাবুর’ নবী দাউদ (আ:), ইবরানি ‘তাওরাত’ নবী মুসা(আ:), সুরিয়ান ‘ইঞ্জিল’ নবী ঈসা(আ:) ফাইনাল আরবী ‘আল কুরআন’ (সকল কিতাব ধারনকারী) নবী মুহাম্মদ (মানবা আত্না)। * ব্যাতিক্রম: মুর্তপূজার উদ্ভব হয় হযরত নূহ (আ:) এর মহাপ্লাবনের যুগে। আর 16-17 সালে মধ্যযুগে চার্চের করের বোঝা থেকে বাঁচতে জনগণ বিল্পব করে। / মহা ভারতবর্ষ , ইউরোপ, আরব-কৃষনো সাগর, ভূ-ভূমধ্যসাগর, আমুশির, গুয়েডেল কুইভার, ইউফ্রেটিস – টাইগ্রীস ঘুরে লোহিত সাগরের উভয় কূল বিচরণের পর। / পূর্বপুরুষের ঠিকানা কখনো অ্যসিরিয়া কিংবা সুমারিয়া, তুর্কি অথবা মঙ্গোলিয়া। বস্তুত এভাবেই আমি-আমরা সবাই বাবা আদম ও মা হাওয়ার উত্তর প্রজন্মের সন্তান। / কখনো প্যাঙিয়া লরেশিয়া গনডোয়ানা ল্যান্ড হয়ে বর্তমান ছয় মহাদেশীয় বৈচিত্র্যময় প্রাকৃতিক আশ্রয়ে বেড়ে উঠা মানব সন্তানের বসতি অঞ্চল, এ ভূমন্ডল। পৃথিবীর সকল মানুষ একই মা বাবার উত্তর প্রজন্ম যা বিজ্ঞান সূত্রে প্রকাশিতম সূত্র : ‘Y’ – ক্রোমোজমের যোগসূত্র: দৈনিক বাল্টিমোর সান পত্রিকা – Genetics Revel Human Trees. উইলসন ল্যাবের রিপোর্ট অবশ্যই একজন ভাগ্যবান মা বাবা ছিলেন। বিখ্যাত জার্নাল নিউজউইক 11.01.1088 সংখ্যা আদম হাওয়ার অনুসন্ধান, বৈজ্ঞানিক প্রবন্ধ । ভাষান্তর অধ্যাপক ড: আলী রেজা। জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়, ঢাকা। / বাঙালী জাতিয়তার সম্প্রদায়ীকতা। / আমাদের মাতৃভাষাও তেমনি একটি যার নাম বংলা ভাষা। / বাংলার লোকেরা অস্পৃশ্য নীচ সম্প্রদায় হিসেবে ‘সুদ্র’/ম্লেচ্ছ নামে পরিচিত ছিল।/ অর্যরা ছাড়া অন্য সম্প্রদায়ের লোকদের সংস্কৃত ভাষা ব্যবহার করা নিষিদ্ধ ছিল। অতএব, ধর্ম গ্রন্থ ও ছিল নিষিদ্ধ। / অর্যদের কথ্য ভাষার নাম ছিল ‘প্রাকৃত’। ফলে জনসাধারণ প্রাকৃত ভাষার ‘তৎসম’ প্রধান এক শাখা ‘গৌড়ী প্রাকৃতে’ কথা বলা শুরু করে। বিকৃত রূপে ‘প্রাকৃত’ ভাষায় অপভ্রংশের জন্ম নেয়। এই অপভ্রংশই প্রাচীন বাংলা ভাষায় রূপ নেয়। বাংলা তাই ‘আসুর ভাষা’ দেব কূলে স্থান পায়নি। লোককূলই তার সংস্কৃতিক মন্ডল। ভোগবাদী। কুসংস্কারাচ্ছন্ন মোহগ্রস্ত। / প্রাচীন বাংলা সাহিত্যে মুসলমানদের অবদান, বাবু দীনেশ চন্দ্র সেন, ড: সুনীতি চ্যাটার্জি, প্রমথ চৌধুরী, হরপ্রসাদ শাস্তী প্রমুখ সাহিত্য সেবীগনের স্বীকৃতি ( কৃত্তিবাসে কশিদেশে আর বামুন ঘেঁষে এ তিন সর্বনেশে) । / বাংলা ভাষাও ইসলামের পরশে মর্যাদা পেল। প্রতিষ্ঠা পেল। / সীমা ও সীমারেখা সম্পর্কে সর্তকতা প্রয়োজন। নিবেদন অর্পণ সমর্পণ যেন আদর্শকে ছুঁয়ে যায়। লক্ষে পৌঁছয়। সততা থাকে। ভাব ও আবেগ পবিত্র হওয়া চাই। মহান যিনি আমাদের প্রতিপালক। / সত্য-অসত্য জ্ঞান বিকাশে সঠিক মান নিয়ন্ত্রণ, লালন উত্তরনে পবিত্র আত্মিক তাড়নাই প্রধান হওয়া জরুরি।
নিশ্চয় আমরা পরিবার, গোষ্ঠী, জাতি, ভাষা গত স্বার্থ গৃদ্ধতার জন্য আমাদের ভালবাসা ত্যাগ করতে পারিনা।- Surely we cannot forget or leave our love for family, clan, caste, language past selfishness.-
God created man and taught him the language. / Incarnated (sent) to live. In a moment of dynamic time, after passing the necessary life test, life in Maksade is given to the person at his worthy permanent address. At the beginning, Adam was miraculously given the ‘knowledge’ of the right path. / Ancient Egypt or Assyria (seven thousand years) Language Hebrew – Latin – Arabic – English etc. / Allah, who is also the Creator of the nurturer, but has sent the ideal man with a sense of humanity as a social reformer in order to guide the people on the right path in the world from time immemorial. They have been called special messengers or representatives of Allah in the name of Prophet and Messenger (including the Book). The words of the Creator (who is Rahman Rahim) have been sent through the prophets in the context of special circumstances. / Has sent to everyone the divine message in their respective mother tongues. / Latest version, Quran will be preserved in Arabic, the language of international humanity. / A socialist who establishes social dignity and justice with democratic values for the people, who sets an example of supreme neutrality, a standard of scientificity or a humanist who distinguishes between truth and falsehood (mind worship) and is always a non-sectarian (ummah). It is an example for the whole world (all created worlds) language and rules (method or system or mechanism or Sunnah) chosen by Baba Adam (the first prophet) and brought to perfection in the blessings of all people and all created worlds. Darud Rahmatullah Alamin who is the last prophet. / Uniform Unified Complete Code: One and Unique – / La E Laha Illal Lahu Adam Safiullah, La E Laha Illal Lahu Ibrahim Khalilullah, La E Laha Illal Lahu Musa Kalimullah, La Ilaha Illal Lahu Isa Ruhullah. La ilaha illal lahu Muhammad Habibullah. / Language: Inani ‘Psalms’ Prophet David (PBUH), Hebrew ‘Torah’ Prophet Moses (PBUH), Syrian ‘Injil’ Prophet Jesus (PBUH) Final Arabic ‘Al-Quran’ (Holder of All Books) Prophet Muhammad Soul). * Exception: Idolatry originated in the era of the great flood of Prophet Noah (peace be upon him). And in the Middle Ages in 16-17 the people revolutionized to escape the burden of church taxes. / Great India, Europe, Arabian-Black Sea, Mediterranean Sea, Amushir, Guidel Quiver, Euphrates – Tigris after wandering both shores of the Red Sea. / Ancestor’s address is never Assyria or Sumaria, Turkey or Mongolia. In fact, this is how I-we are all children of the next generation of father Adam and mother Eve. / Once upon a time, Pangia became the land of Lorecia Gondwana Land, a region inhabited by human beings growing up in the present six continental diverse natural habitats. All the people of the world are the next generation of the same parents, which is revealed in the science formula. Wilson Lab reports that he was, of course, a lucky parent. Famous Journal Newsweek 11.01.1088 Issue Adam Hawer’s Search, Scientific Article. Translation Professor Dr. Ali Reza. Jahangir Nagar University, Dhaka. / Communalism of Bengali nationality. / Our mother tongue is also one whose name is Bangla language. / The people of Bengal were known as ‘Sudra’ / Mlechch as an untouchable lowly community./ People of other communities except Aryas were forbidden to use Sanskrit language. Therefore, scriptures were also forbidden. / The spoken language of the Aryans was called ‘Prakrit’. As a result, one of the main branches of ‘Tatsam’ in Prakrit language started speaking ‘Gauri Prakrit’. Distorted form of ‘Prakrit’ language is born. This corruption took shape in the ancient Bengali language. Bengali, therefore, did not find a place in the ‘Asura language’. Folklore is his cultural circle. Consumerist. Fascinated by superstitions. / Muslim’s contribution to ancient Bengali literature, Babu Dinesh Chandra Sen, Dr. Suniti Chatterjee, Pramath Chowdhury, Harprasad Shasti and other literary sebigan recognition. / Bengali language also got status after Islam. Founded. / Needs caution about boundaries and boundaries. Dedication Dedication Surrender seems to touch the norm. Reaches the goal. There is honesty. Thoughts and emotions want to be holy. Great is our Lord. / Correct quality control in the development of true-false knowledge, sacred spiritual persecution must be the main in nurturing.