Mirror of Mind

♡ Because of real love when strong; °faith & trust is not affected by distance(Invisibility). Once there is a strong root namely, good communication with expression. ♧

In our society, in the world we live now, everything is superficial. we see in people incompeleteness and shallow belief. we see people’s knowledge about Allah(Almighty) faltering, and though it may be vast, it is no application or devotion. We all know a lot, or can learn, but how many of us have the purity to follow what we have learned from the one we are forever grateful to? Allah Gafur the great Merciful.

আমাদের সমাজে, পৃথিবীতে আমরা এখন বাস করি, সবকিছুই অতিমাত্রায়। আমরা মানুষের মধ্যে অসম্পূর্ণতা এবং অগভীর বিশ্বাস দেখতে পাই। আমরা দেখছি আল্লাহ (সর্বশক্তিমান) সম্পর্কে মানুষের জ্ঞান লোপাট হয়ে যাচ্ছে, এবং যদিও তা বিশাল হতে পারে, তবে এটি কোন প্রয়োগ বা ভক্তি নয়। আমরা সবাই অনেক কিছু জানি, বা শিখতে পারি, কিন্তু আমরা যার কাছে চির কৃতজ্ঞ তার কাছ থেকে আমরা যা শিখেছি তা অনুসরণ করার বিশুদ্ধতা আমাদের মধ্যে কয়জনের আছে? মহান দয়াময় আল্লাহ গফুর।

http://www.alahazrat.net/alquran/Quran/?fbclid=IwAR3qlTZxtRBNhGmF6jKIWr6O-FCMLKUfn_FTjjGMpMJVg7jlXRvQrl5XxxI

Peace

☆ If you want to awaken

/ all of humanity,

/ then awaken

/ all of yourself,

/ If you want to eliminate

/ suffering in

/ the world, then

/ eliminate all that is dark

/ and negative in your self.

/ Truly, the greatest gift

/ you have to

/ give is that of your

/ own self-transformation. #

http://muntakhabahadith.com/

Be Hatch

□ When the power of love will overcome the love of power, the world will know peace.

# Which is it, of the favour your Rabb (Allah) that he deny.

http://www.allamaiqbal.com/works/prose/english/reconstruction/

“Soul”

Life is a bitter struggle with pain, darkness 💔, obscure difficulties. This leads to the decay of human soul, and with it decay of human society. In the face of these battles, we fight with belief, with faith. As the dimension of time progresses, our faith is faltering. We are losing our battles and we are proving ourselves weak. Through this nebulac, we squint at the thin rays of fluttering light. We cannot see through darkness with our eyes because we do not understand ‘darkness’. Our only chance of regaining the throne of Allah’s ultimate creation, is by understanding the darkness and fight it with the light of the 💚heart (‘fit’rat’ / the holly Qur’an). We must fight with the open eyes of the soul(last prophet Muhammad peace upon him).

জীবন হলো যন্ত্রণা, অন্ধকার 💔, অস্পষ্ট কষ্টের সাথে এক তিক্ত সংগ্রাম। এটি মানুষের আত্মার ক্ষয় এবং এর সাথে মানব সমাজের ক্ষয়ের দিকে নিয়ে যায়। এই লড়াইয়ের মুখে, আমরা বিশ্বাসের সাথে, বিশ্বাসের সাথে লড়াই করি। সময়ের মাত্রা বাড়ার সাথে সাথে আমাদের বিশ্বাস নষ্ট হচ্ছে। আমরা আমাদের যুদ্ধে হেরে যাচ্ছি এবং আমরা নিজেদেরকে দুর্বল প্রমাণ করছি। এই নীবুলাকের মাধ্যমে, আমরা ঝাপসা আলোর পাতলা রশ্মির দিকে তাকাই। আমরা আমাদের চোখ দিয়ে অন্ধকার দেখতে পারি না কারণ আমরা ‘অন্ধকার’ বুঝতে পারি না। আল্লাহর চূড়ান্ত সৃষ্টির সিংহাসন পুনরুদ্ধার করার একমাত্র সুযোগ হল অন্ধকারকে বুঝতে এবং 💚 হৃদয়ের আলো (‘ফিতরাত’ / পবিত্র কোরআন) দিয়ে লড়াই করা। আমাদের অবশ্যই আত্মার (শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর খোলা চোখ দিয়ে লড়াই করতে হবে।

সীরাত গ্রন্থঃ রসুল জীবনী

হারিয়ে যাওয়া প্রথম যুগের সীরাতগ্রন্থ প্রণেতাদের নামঃ 

  • উরওয়া ইবনে যুবায়ের রাযি. (৯২ হি.)
  • আবান ইবনে উসমান রাযি. (১০৫ হি.)
  • ওয়াহাব ইবনে মুনাব্বিহ রহ. (১১০ হি.)
  • শুরাহবীল ইবনে সাদ রহ. (১২৩ হি.)
  • ইবনে শিহাব যুহরী রহ. (১২৪ হি.)
  • আবদুল্লাহ ইবনে আবু বকর ইবন হাযম রহ. (১৩৫ হি.)

এঁদের রচিত গ্রন্থাবলীর প্রায় সবই কালের আবর্তে হারিয়ে গেছে। তবে সেগুলোর উদ্ধৃতিতে বিভিন্ন তথ্য সংকলিত হয়েছে পরবর্তীদের কিতাবে। এক্ষেত্রে ইমাম তাবারী রহ.-এর কিতাব ‘আত -তারীখ’ উল্লেখযোগ্য। তাতে ঐ কিতাবগুলোর বিভিন্ন তথ্য পাওয়া যায়।

শ্রেষ্ঠ সীরাতগ্রন্থ সমুহঃ 

  • সীরাতে যাহাবী বা আস-সীরাতুন নাবাবিয়্যাহ (৭০০+ হি.)। লেখকঃ মুহাম্মদ ইবনে উসমান যাহাবী (ইমাম যাহাবী রহ.)। মুলঃ এ গ্রন্থটি ৫০ খণ্ডে লেখা সুবিশাল মূল কিতাব ‘তারীখুল ইসলামঃ ওয়া ওয়া তাবাকাত ওয়া মাশাহির ওয়াল আলম’এর অংশ।
  • সীরাতে ইবন কাছির বা আল-ফুসূল ফিখতিসারি সীরাতির রাসূল (৭৫০+হি.)।  লেখকঃ ইসমাঈল ইবনে উমর ইবনে কাসীর রহ.।
  • সীরাতে ইবন হিশাম বা আস-সীরাতুন নাবাবিয়্যাহ (২০০+ হি.)। লেখকঃ আবদুল মালেক ইবনে হিশাম। অনুবাদ- বাংলা(ইফা.)।
  • যাদুল মাআদ বা যাদুল মাআদ ফী হাদই খাইরিল ইবাদ (৭০০+ হি.)। লেখকঃ মুহাম্মাদ ইবনে আবু বকর ইবনে আইয়ুব ইবনে কায়্যিমিল জাওযিয়্যা রহ.। এটির বিন্যাস হয়েছে নবীজির আমল অনুসারে, সন নয়। অনুবাদ- বাংলা, ইফা।
  • সীরাতে ইবনে ইসহাক বা আস-সিয়ারু ওয়াল মাগাযী’ (১০০+ হি.)। লেখকঃ মুহম্মাদ ইবনে ইসহাক রহ.
  • শামাইলে তিরমিযি, সংক্ষিপ্ত দৈনন্দিন জীবন যাপন। অনুবাদ- বাংলা, মাকতাবাতুল আযহার। 

এ যুগের সীরাতগ্রন্থঃ 

  •  সীরাতে মুস্তফা। লেখকঃ মুহাম্মদ ইদরীস কান্দলভী। অনুবাদ- বাংলা।
  • আস সিরাতুন নাবাবিয়্যাহ (প্রকাশ-১৯৭৭)। লেখকঃ আবুল হাসান আলী নদভী। অনুবাদ- উর্দু (নবীয়ে রহমত)
  • আর রাহিকুল মাখতুম। সফিউর রহমান মোবারকপুরী। অনুবাদ- বাংলা ও উর্দু।  

তাফসীর

  • তাফসীর ইবনে কাসীর(শ্রেষ্ঠ তাফসীর। উম্মুল তাফসীর।  হাদীস ও সীরাত ভিত্তিক একমাত্র তাফসীর)
  • তাফসীর আল তাবারি
  • তাফসীরে ইবনে আব্বাস
  • তাফসির আল জালালাইন

আধুনিক তাফসীর (আরবি ভাষায়)

  • মাআরিফুল কুরআন — মুফতি শফী উসমানী
  • বয়ানুল কুরআন — আশরাফ আলী থানভী
  • তাফসীরে উসমানী-

 

হাদিস গ্রন্থঃ সিহাহ সিত্তা (৬টি সর্বাধিক সহীহ হাদিস গ্রন্থ)

সিহাহ সিত্তা বা ৬টি সর্বাধিক বিশুদ্ব হাদিস গ্রন্থ

  • সহীহ বুখারী, মুহাম্মদ আল বুখারী (মৃত্যুঃ ৮৭০ খ্রি.)। অনুবাদ- বাংলা, ইফা/আল্লামা আজিজুল হক।
  • সহীহ মুসলিম, মুসলিম ইবন আল হাজ্জাজ (মৃত্যুঃ ৮৭৫ খ্রি.)    “
  • সহীহ ইবন মাজাহ, ইবন মাজাহ (মৃত্যুঃ ৮৭৫ খ্রি.)
  • সুনানে আবু দাউদ, আবু দাউদ (মৃত্যুঃ ৮৮৯ খ্রি.)
  • জামি আত তিরমিজি, তিরমিজি (মৃত্যুঃ ৮৯২ খ্রি.)
  • সুনান আল সুগরা, নাসাই (মৃত্যুঃ ৮৭৫ খ্রি.)

অন্যান্য বিশুদ্ব হাদিস গ্রন্থ

  • আল-মুয়াত্তা, ইমাম মালিক ইবন আনাস (মৃত্যুঃ ৯৭৫ খ্রি.)
  • কিতাব উল আসর, ইমাম আবু ইউসুফ ও মুহাম্মদঃ ইমাম আবু হানিফার ছাত্রদ্বয় (মৃত্যুঃ ৮০৫ খ্রি.)
  • মুসনাদে আহমদ, ইমাম আহমদ ইবন হাম্বল (মৃত্যু ৮৫৫ খ্রি.)
  • আল-আদব আল-মুফরাদ, মুহাম্মদ আল বুখারি (মৃত্যুঃ ৮৭০ খ্রি.)
  • মিশকাত আল-মাসাবিহ, মুহাম্মদ ইবন আব্দুল্লাহঃ খতীব আল তাবরিজ (মৃত্যুঃ ১৩৪০ খ্রি.)

ইতিহাস গ্রন্থ

  • ফুতুহ আল শাম/তারিখ ওয়াল মাগাজী, মুহাম্মদ বিন আমর আল ওয়াকিদী ও ইবন ইসহাক (৮২৩ খ্রি.)
  • তারিখে বাগদাদ, আল খতিব আল বাগদাদি (মৃত্যু ৮২৩ খ্রি.)
  • গ্রেট হিস্টোরি, মুহাম্মদ আল বুখারী (মৃত্যু ৮৭০ খ্রি.)
  • তারীখুল ইসলামঃ ওয়া তাবাকাত ওয়া মাশাহির ওয়াল আলম (৫০ খন্ড), মুহাম্মদ ইবনে উসমান যাহাবী (মৃত্যু ১৩৪৮ খ্রি.)
  • আল বিদায়া ওয়াল নিহায়া, ইবন কাছির (মৃত্যু ১৩৭৩ খ্রি.)
  • তারিখ দাওয়াত ও আজিমাত, আবুল হাসাল আলি হাসানি নদভী (মৃত্যু ১৯৯৯ খ্রি.)
  • হায়াতুস সাহাবা, ইউসুফ ইবন ইলইয়াস কান্দলভী (১৯৬৫) 

মানব সমাজে বিশ্বাস ও বিশ্বাসের প্রজন্ম প্রদর্শক বা লেখক। এই ‘স্রষ্টাদের’ অভাবে আমাদের সমাজ নৈতিক অবক্ষয়ের শিকার হচ্ছে। সমাজের নির্মাতাদের মন্দের বিরুদ্ধে মহাকাব্যিক অবস্থান নেওয়ার জন্য এটি একটি আহ্বান। ভাঙা বয়সের দণ্ড নিয়ে, তরুণ এবং বৃদ্ধরা তাদের চোখে জ্বলজ্বল করে এই নতুন কারণ নিয়ে হাত ধরে হাঁটবে। ‘খাইরুল কুরুন’ : সভ্যতা (☆সাহাবা রা.-এর উত্তরাধিকার) হল সমস্ত মানুষের তিক্ত সংগ্রামের প্রতি শ্রদ্ধা এবং দুর্ভেদ্য অন্ধকার এবং আমাদের আলোকিত আত্মাকে আরও ভালভাবে বোঝার আশার প্রার্থনা। ♡ অনুসারীদের দোয়া (ভালো কাজ) আমাদের জন্য ভান্ডার হবে।

https://ilmblog.com/

The generation of faith and belief in the human society are demonstraters or writers. Our society, lacking these ‘creators’, is falling victim to the engulfing moral decay. This is a call for the builders of society to make an epic stand against evil. With the broken age bar, the young and the aged shall walk arm in arm with this new cause glittering in their eyes. ‘Khyrul kurun’ :The Civilization (legacy of ☆Sahaba RA) is a is a tribute to the bitter struggle of all people and a prayer of hope for better understanding of the not impenetrable darkness and our luminous souls. ♡ Blessings(good doing) of the followers will be the treasures for us.

♡Sound Mind in a Sound Body

° If in thirst you drink water from a cup, you see Allah(God) in it. Those who are not in love with Allah(God) will see only there own face in it. ○ ‘Until the lion learns how to write, every story will glorify the hunter.’

https://www.forgottenbooks.com/en/books/TheMakingofHumanity_10117233

Balanced(Tuned)

■ Listen to me, Frankenstein, you accuse me of muder, and yet you would, with a satisfied conscience, destroy your own creature, oh, PRAISE THE ETERNAL JUSTICE OF HUMANKIND.

http://www.librarything.com/work/15828192/reviews/

Synapse to ♡NeoPulse

♧ As history suggests: / The earth raging and roiled in flames. / The dense clouds / Intervene the chain of nature / Extinguishes the flames 🔥. / The inferno lost forever. / From reaction and conversions. Spring forth life from disaster. ~

From the mutilated past the flaw unveils. / An error so great, yet not an error. / A fault which is the base / for frail life to stand and stare. ~

As records are repeated / From roots to stem and shoot. / As civilization grows. / pervade the stench of lies. / Unleashes historical theories / To cover the truth. ~

As present moments turn to past, / As mysteries are cleared up. / Questions endeavored to be answered. / Knowledge dominates. ~

Truth denies captivity. / Truth escapes, a convict / And a lies are on duty, in charge. ~

At the end of time. / When someone sits to mend the flaw. / The truth victorious / But bent so bad it could not support. / On the highest point it lies stranded / And a tremor, / It collapse. / And with it drowns all hope / Of erasing ignorance. ~

But What a cataclysm that gives birth to another!¿ / And the truth perishes, devastated. ~ * (! such a mistake, could He have made? / Was it intended or anticipated? / Or was it just another thing He overlooked? / But whatever may be suggested, / Haque Maola^ # Allah is the truth.) ~

The error of nature repaired. / Time restart, it re-lives. / As time follows its daily routine, / There is no man, nowhere to be seen. °’Akhirah’. No One but Allah.■

https://www.educationblog24.com/

♧ যেমন ইতিহাস বলে: / পৃথিবী ধোঁকাতে এবং অগ্নিতে জ্বলছে। / ঘন মেঘ / প্রকৃতির শৃঙ্খলে হস্তক্ষেপ / আগুন নিভিয়ে দেয় 🔥। / নরক চিরতরে হারিয়ে গেছে। / প্রতিক্রিয়া এবং রূপান্তর থেকে। বিপর্যয় থেকে জীবনের বসন্ত। ~

বিকৃত অতীত থেকে ত্রুটি উন্মোচন. / একটি ত্রুটি এত মহান, তবুও এটি ত্রুটি নয়। / একটি দোষ যা ভিত্তি / দুর্বল জীবনের জন্য দাঁড়ানো এবং তাকান। ~

রেকর্ডের পুনরাবৃত্তি হয় / শিকড় থেকে স্টেম এবং অঙ্কুর. / সভ্যতা বাড়ার সাথে সাথে। / মিথ্যার দুর্গন্ধ ছড়ানো। / ঐতিহাসিক তত্ত্ব প্রকাশ করে / সত্যকে ঢেকে রাখতে। ~

বর্তমান মুহূর্তগুলি অতীতে পরিণত হওয়ার সাথে সাথে, / রহস্যগুলি পরিষ্কার হওয়ার সাথে সাথে। / প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করা হয়েছে। / জ্ঞানের প্রাধান্য। ~

সত্য বন্দীত্বকে অস্বীকার করে। / সত্য পালিয়ে যায়, একজন দোষী / এবং একটি মিথ্যা দায়িত্বে থাকে, নিয়োগ পায়। ~

সময়ের শেষে। / যখন কেউ ত্রুটি মেরামত করতে বসে। /সত্যের বিজয় / কিন্তু বাঁকা এত খারাপ তা সমর্থন করতে পারেনি। / সর্বোচ্চ বিন্দুতে এটি আটকে আছে / এবং একটি কম্পন, / এটি ধসে পড়ে। / এবং এর সাথে সমস্ত আশা ডুবে যায় / ☪︎ অজ্ঞতা মুছে ফেলা হয়। ~

কিন্তু কী এক প্রলয় যা অন্যের জন্ম দেয়!¿ / এবং সত্য ধ্বংস হয়ে যায়, বিধ্বস্ত হয়। ~* (! এমন একটি ভুল, সে কি করতে পারে? / এটি কি উদ্দেশ্য বা প্রত্যাশিত ছিল? / নাকি এটি অন্য একটি জিনিস যা তারা উপেক্ষা করেছিলেন? / তবে যাই বলা হোক না কেন, / হক মাওলা^ # আল্লাহ সত্য। ) ~

প্রকৃতির ত্রুটি মেরামত. / সময় পুনঃসূচনা, এটি পুনরায় জীবিত. / সময় তার দৈনন্দিন রুটিন অনুসরণ করে, / কোন মানুষ নেই, কোথাও দেখা যায় না। কেয়ামত। আল্লাহ ছাড়া কেউ নেই।■

http://nomanregarded.blogspot.com/2013/04/the-impact-of-science-on-society-by.html

Art of Metairie
https://saragoldrickrab.com/books/

Collectively Making Difference :

‘Sufol’

https://www.amandalittle.com/fateoffood

¿Only 🔥 & Earn?

https://www.outrageandoptimism.org/

Attitudes are Skills

@ Your living is determined not so

much by what life brings to you as

by the attitude you bring to life; not so much by what happens

to you as by the way you mind looks at what % happens

https://books.google.com/books/about/Database_Marketing.html?id=xLq8BAAAQBAJ

Capital Gamification

https://books.google.com/books/about/Art_Truth_and_Politics.html?id=1WSHAgAAQBAJ

We are searchlights, we can see in the dark We are rockets,

pointed up at the stars We are billions of beautiful hearts

And you sold us down the river too far
What about all the times you said you had the answers?

What about all the broken happy ever afters?
What about all the plans that ended in disaster?

What about love? What about trust?
What about us?

We are problems that want to be solved

We are children that need to be loved

We were willing, we came when you called

But man, you fooled us, enough is enough,
What about all the times you said you had the answers?
What about all the broken happy ever afters?
Oh, what about us?
What about all the…

What makes us happy in agency, knowing that we have some sort of control over what’s going to happen in our life. ♡. Fear & insufficiency.. couldn’t exist if we trusted ourselves enough to know that we’re already on a path to where we seek to go.

■We don’t have to be victim to our feelings. The don’t have to arrive or leave of their own accord. We can choose to take actions that will generate the feelings we need.

https://www.scribd.com/book/507594093/The-Power-of-Giving-Away-Power-How-the-Best-Leaders-Learn-to-Let-Go

# Change status quo ♡1

♡Flow is a symptom of work we’re doing, not the cause of it. ♧Our work exists to change the recipient for the better. That’s at the core of the practice.

https://www.goodreads.com/en/book/show/53479927-the-practice

♡ শব্দমালা এবং তার অর্থগত উত্তরাধিকারিত্ব ও ধারাবাহিকতা সংরক্ষণ করতেই হবে। অনুষঙ্গ একটি অত্যন্ত মূল্যবান ব্যাপার মানুষের চেতনার রাজ্যে।প্রেমই বেষ্টনীভূক্ততা ও পবিত্র সান্নিধ্যের সম্মিলন সিদ্ধান্ত উজ্জীবন। -বইয়ের পাতার লেখাগুলো প্রেমা-ষ্পদের মাথার কেশ মনে হয়।

https://www.wafilife.com/shop/books/apnar-ja-jante-hobe/

■ No man chooses evil because it is evil; he only mistakes it for happiness, the good(doom) he seeks.

“A leader must have strength, integrity, and humility. They must lead wisely and justly, learn from history, and boldly address threats to interfaith and intercultural peace.”

https://www.goodreads.com/book/show/49151008-made-in-china

♧My mother came to ‘Hazard’ when I was just seven./Even then the folks in town said with the prejudiced eyes That boy’s not right./I think about my life gone by/And how it’s done me wrong/There’s no escape are gone, long gone +

https://www.penguinrandomhouse.com/books/646469/the-ground-breaking-by-scott-ellsworth/

# Mother, There is too many of you crying /Brother, too many of you dying. / Picket lines & picket signs / Don’t Punish me with brutality / Talk to me, so you can see (feel) I wanna ask a question / Who really cares? / Cause I’m chained! I’m chained.

We have been given the power to think. We are the only living beings of Allah has chosen to be given such an honor upon. We think so that we may understand and thank Allah for all He has done. Who knew this very gift of knowledge will divert us in a completely different way?

আমাদের চিন্তা করার ক্ষমতা দেওয়া হয়েছে।  আমরাই একমাত্র জীব যাকে আল্লাহ তায়ালা এমন সম্মানের জন্য মনোনীত করেছেন।  আমরা চিন্তা করি যাতে আমরা বুঝতে পারি এবং আল্লাহ যা করেছেন তার জন্য ধন্যবাদ দিতে পারি।  কে জানত এই জ্ঞানের দান আমাদেরকে সম্পূর্ণ ভিন্ন পথে নিয়ে যাবে?  ~

♧ When man departed from heaven, / Waved a hand to Allah, / They were given a rose, red, / A blessing, curse and all. ~

Man washed the flower and / Drank its blood. / He stepped froth in the world / Immune to everything and all. ~

With the rose🌹 he prospered. / Reached the zenith of his goal. / Got everything he desired. / His ambition answered by all. ~

But that very rose led to sorrow. / As rose stands not only for beauty, / But for war. / And that is why it brings disaster. ~

The thorns of the rose pricks the joy, / Punctures the captivity of darkness. / As ambition burns its leaves. / And greed turns joy to grief. ~

The rose decomposes at the end. / As its life is short. / It’s the beast in beauty itself / And a joy nothing more than sorrow.

♧ যখন মানুষ স্বর্গ থেকে চলে গেল, / আল্লাহর কাছে হাত নেড়েছিল, / তাদের একটি গোলাপ, লাল, / একটি আশীর্বাদ, অভিশাপ এবং সব দেওয়া হয়েছিল।  ~

মানুষ ফুল ধুয়েছে এবং / তার রক্ত ​​পান করেছে।  / He stepped froth in the world / Immune to everything and all.  ~

গোলাপ দিয়ে 🌹 সে উন্নতি লাভ করে।  / তার লক্ষ্যের শিখরে পৌঁছেছে।  / সে যা চেয়েছিল সব পেয়েছে।  / তার উচ্চাকাঙ্ক্ষা সব দ্বারা উত্তর.  ~

কিন্তু সেই গোলাপই দুঃখের দিকে নিয়ে গেল।  / যেমন গোলাপ শুধু সৌন্দর্যের জন্য নয়, / যুদ্ধের জন্যও।  / আর সেজন্যই বিপর্যয় ডেকে আনে।  ~

গোলাপের কাঁটা কাঁটায় আনন্দ,/আঁধারের বন্দীত্বকে ছিন্ন করে।  / যেমন উচ্চাকাঙ্ক্ষা তার পাতা পোড়া।  / এবং লোভ আনন্দকে দুঃখে পরিণত করে।  ~

গোলাপ শেষে পচে যায়।  / যেহেতু এর জীবন সংক্ষিপ্ত।  / এটি নিজেই সৌন্দর্যের পশু / এবং একটি আনন্দ দুঃখ ছাড়া আর কিছুই নয়।

https://www.rokomari.com/book/216514/taoba-fire-asar-protigga

We couldn’t / Kill the sky. / we couldn’t / Draw the lines. / We realize / Only what You made. / Our distinction, / The truth we crave. ~

You have made death / Greater than life. / You have blessed us / With Your brighter light. / You are all for us. / WE are for You / We are surprises / Both bad and good. ~

You knew we would / And we will. / You knew the throne / We succeed. / You know we will / Return the light. / So why not seek forgive / Our mistaken crime.

আমরা আকাশকে হত্যা করতে পারিনি। / আমরা লাইন আঁকতে পারিনি। / আমরা বুঝতে পারি / শুধুমাত্র আপনি যা তৈরি করেছেন। / আমাদের স্বাতন্ত্র্য, / সত্য আমরা কামনা করি। ~

তুমি মৃত্যুকে জীবনের চেয়ে বড় করেছ। / আপনি আমাদের আশীর্বাদ করেছেন / আপনার উজ্জ্বল আলো দিয়ে। / আপনি আমাদের জন্য সব. / আমরা আপনার জন্য / আমরা বিস্ময় / খারাপ এবং ভাল উভয়ই। ~

আপনি জানতেন আমরা করব/এবং আমরা করব। / আপনি সিংহাসন জানতেন / আমরা সফল। / আপনি জানেন আমরা / আলো ফিরিয়ে দেব। / তাই ক্ষমা চাই না কেন / আমাদের ভুল অপরাধ।

I will not leave this world / Till You have forgotten all my sins / Or have made me pay for my crimes / And have not left me unforgiven . ~

For every mistake I will bear / All my life and all its fears, / Till the road ends my walk, / And then I’ll sit to balance my crimes? ~

Through time and / Forgive, when the guilt is gone?

আমি এই পৃথিবী ছেড়ে যাব না / যতক্ষণ না তুমি আমার সমস্ত পাপ ভুলে যাও / অথবা আমাকে আমার অপরাধের মূল্য দিতে না / এবং আমাকে ক্ষমা না করে। ~

প্রতিটি ভুলের জন্য আমি সহ্য করব / আমার সমস্ত জীবন এবং তার সমস্ত ভয়, / যতক্ষণ না রাস্তাটি আমার হাঁটা শেষ হয়, / তারপর আমি আমার অপরাধের ভারসাম্য বজায় রাখতে বসে থাকব? ~

সময়ের মাধ্যমে এবং / ক্ষমা করুন, যখন অপরাধ চলে গেছে?

Young Muha watches with tearful eyes / As the quarrel proceeds, / And in his mind rages the question ‘why’ / Between two people there could be such hate. ~

Through his window he watches 🔥 fire / And hears scream, / And with rivers flowing through his eyes / He thinks: ~

Maybe what people drink from his can(‘secularization’ or ‘Materialization’) / Is a poison, / Which makes people hate the very people / They dearly love ~ muha goes out the window / And runs off to seek his mother, / And sees his mother(‘Dunia’) at the bus station, / Hand in hand with another man. ~

Her tears are dry / And a broken smile scars her face. / She looks right through Muha when he shouts to her / And departs forever with that stranger. ~

he tries to imagine the reason for her abandoning him. / Maybe it’s strangers like that one, / Who make people hate the very people / They dearly love. ~

Muha runs back home, crying and thinking, / No more of whom he should blame this roaring hatred to. / But what was the reason / For his broken happiness.

তরুণ মুহা অশ্রুসিক্ত চোখে দেখে / ঝগড়া বাড়তে থাকে, / এবং তার মনে প্রশ্ন ‘কেন’ / দু’জনের মধ্যে এমন ঘৃণা হতে পারে। ~ তার জানালা দিয়ে সে দেখে 🔥 আগুন / এবং চিৎকার শুনতে পায়, / এবং তার চোখ দিয়ে নদী বয়ে যায় / সে ভাবে: ~

হয়তো মানুষ তার ক্যান থেকে যা পান করে (‘ধর্মনিরপেক্ষতা’ বা ‘বস্তুকরণ’) / এটি একটি বিষ, / যা তৈরি করে মানুষ খুব ঘৃণা করে / তারা খুব ভালোবাসে ~

মুহা জানালার বাইরে যায় / এবং তার মাকে খুঁজতে ছুটে যায়, / এবং তার মাকে (‘দুনিয়া’) বাসস্টেশনে দেখে, / অন্য একজনের সাথে হাত মিলিয়ে। ~

তার কান্না শুকিয়ে গেছে / এবং একটি ভাঙা হাসি তার মুখে দাগ দেয়। / সে ঠিক মুহাকে চিৎকার করে দেখে / এবং সেই অপরিচিত ব্যক্তির সাথে চিরতরে চলে যায়। ~

সে তাকে ত্যাগ করার কারণ কল্পনা করার চেষ্টা করে। /হয়তো এটা অপরিচিত সেই একজনের মতো, / যারা মানুষকে ঘৃণা করে / তারা খুব ভালোবাসে। ~

মুহা বাড়ি ফিরে, কাঁদে আর ভাবতে, / না আর কাকে দোষারোপ করা উচিত এই গর্জন ঘৃণার প্রতি। / কিন্তু কি কারণে ছিল / তার ভাঙ্গা সুখের জন্য।

Slavia

– From Every Depth of Good and Ill / The Misty Which Binds Me Still. / From the Torrent or the Fountain, / From the Red Cliff of the Mountain / My Heart to Joy at the Same Tone / And All I Loved, and Loved Alone. God willing.

https://masonicsecrets.info/introduction-to-islamic-finance-taqi-usmani-32/

“Zakat base Policy”

♡ Mental laziness and ignorance is on the rise. The effect of brain excellence has fallen on the heart. What is the central dignity, the stomach is bright and the brain!

https://www.penguin.co.uk/articles/2020/06/ibram-x-kendi-definition-of-antiracist/

https://borderlessmag.org/2022/08/10/reece-jones-nobody-is-protected-border-patrol/

https://www.scribd.com/audiobook/570136380/Nobody-Is-Protected-How-the-Border-Patrol-Became-the-Most-Dangerous-Police-Force-in-the-United-States

° No Construction, no court, no law can save liberty when it dies in the hearts and minds of 2 footed

♧ Understanding Biology – Culture – Meteorology. Our journey’s comprehension. Reflection of human nature = ♡ ‘Sunnah’.

♧ জীববিদ্যা – সংস্কৃতি – আবহাওয়া বোঝা।  আমাদের যাত্রার বোধগম্যতা।  মানব প্রকৃতির প্রতিফলন = ♡ ‘সুন্নাহ’।

You can fool all the people some of the time, and some of the people all the time, but you cannot fool all the people all the time.

Man cannot fight with the dead

Time is the most enigmatic and obscure. It is the keeper of all our lives. Time ⏲️ is the tool with which Allah keeps us bounded to our sentences. It is the pen that draws all our limits. Responsibility & liability.

সময় সবচেয়ে রহস্যময় এবং অস্পষ্ট। এটি আমাদের সমস্ত জীবনের রক্ষক। সময় ⏲️ হল সেই হাতিয়ার যার সাহায্যে আল্লাহ আমাদের বাক্যে আবদ্ধ রাখেন। এটি কলম যা আমাদের সমস্ত সীমা আঁকে। দায়িত্ব ও দায়বদ্ধতা।

A spider walking across the net, / Over fire and ice, / On thin invisible strings. / A fear of mental balance. / Such a task, an ordeal. ~

No one can pass but get trapped within. / Once captured, no escape. / The only escape, non-existent. ~

The center overprotected? / No place to crawl out, / No sight to see but rails. / It’s a death sentence, a time bomb(environment), / Waiting for the first time to come. ~

Slight vibrations, forces unknown. / Fear creeping up, waiting its turn. / Attempts made, attempts failed. / But no opening. / No escape from time’s web. $0$

একটি মাকড়সা জাল জুড়ে হাঁটছে, / আগুন এবং বরফের উপরে, / পাতলা অদৃশ্য স্ট্রিংগুলিতে। / মানসিক ভারসাম্যের ভয়। / যেমন একটি কাজ, একটি অগ্নিপরীক্ষা. ~

কেউ পাস করতে পারে না কিন্তু ভিতরে আটকে যেতে পারে। / একবার বন্দী, কোন পালানো. / একমাত্র পলায়ন, অস্তিত্বহীন। ~

কেন্দ্র অতিরক্ষিত? / হামাগুড়ি দেওয়ার জায়গা নেই, / দেখার জন্য কোন দৃশ্য নেই কিন্তু রেল। / এটি একটি মৃত্যুদণ্ড, একটি টাইম বোমা (পরিবেশ প্রতিবেশ), / প্রথমবার আসার জন্য অপেক্ষা করছি। ~

সামান্য কম্পন, অজানা শক্তি. / ভয়ে লতানো, অপেক্ষার পালা। / প্রচেষ্টা করা হয়েছে, প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। / কিন্তু কোন খোলার. / সময়ের জাল থেকে অব্যাহতি নেই। $0$

https://www.goodreads.com/book/show/38245185-decolonizing-wealth

https://www.goodreads.com/book/show/34447985-myanmar-s-enemy-within

https://www.goodreads.com/book/show/41998128-architects-of-intelligence

#4thLaw :’Truth and Evidence. Sometime Evidence against the Truth. Appearance&Reality Designed. Motive And Purpose create Cause. Result miss trust, unjust, revenge, homicide, …_#4thindustrialrevolution ♧All about Evidence is not Faith.♡. ¿Edu.illu. @dignity=money=☆=P.syscts-of-intell

https://www.wafilife.com/shop/books/the-reverts/

# NEVER confuse EDUCATION with INTELLIGENCE

৺ (ক)প্রশিক্ষণের লক্ষ ও উদ্দেশ্য: (খ) শিক্ষা ও প্রশিক্ষণের পার্থক্য: (গ)প্রশিক্ষণ পদ্ধতি :(অ) কাজের মাধ্যমে প্রশিক্ষণ (আ) তথ্য সরবরাহ পদ্ধতি (ই) অনুকরণ সাদৃশ্য মূূূূ পদ্ধতি ইত্যাদি

Psoyco Economy

https://books.google.com/books/about/Nudge.html?id=mzZV9jFLltwC

Fame Price reflect everything @ Not+- _More Human

https://books.google.com/books/about/A_More_Human_Scale.html?id=WCwmzSi6k2wC

Ayath
Cyral‘ The Binary Hunter

https://books.google.com/books/about/Social_Fairness_and_Economics.html?id=X7H9gRn0_p8C

https://books.google.com/books/about/Encyclopedia_of_Business_Ethics_and_Soci.html?id=5m9yq0Eu-vsC

https://books.google.com/books/about/Of_Gardens_and_Graves.html?id=KuoZDgAAQBAJ

https://www.semanticscholar.org/paper/The-Algebra-of-Infinite-Justice-Roy/51904b726dc589f5cd4bc44426c7afbj0a421b6a0

■ “Nothing is so painful to the human mind as a great and sudden change.” “Beware; for I am fearless, and therefore powerful.” “Life, although it may only be an accumulation of anguish, is dear to me, and I will defend it.” +

# IMPROVISE ADOPT & OVERCOME: The true colour of an object is obtained by separating the colour of light(Soul/Wisdom) from the colour of object. CULTURE SENSITIVITY(SHIELD): We have ‘Sharia'(law & regulations) in front of us. Lack of space, pause or hyphen resulting in degeneration(perversion) and suffocation(sadist). Fallen(self assertion). PUG MARK: The parts are not equal at the whole say Geometry. Be Hatched. Be Loved.

https://abulhasanalinadwi.org/book/tohfa-e-mashriq/

Infants, even before they can talk, show a preference for examples of helpful behaviour and turn away from illustrations of harm. The conclusion is that basic human nature is positive and kind. Therefore, cultivating warm-heartedness and compassion is something we can all do. Its called ‘fithrat‘. We mislead & spoil inside. Cause pollution out. #Insideout

Be-Hatch

https://muftitaqiusmani.com/

https://www.al-qaradawi.net/content/%D8%A7%D9%84%D8%B5%D9%81%D8%AD%D8%A9-%D8%A7%D9%84%D8%B1%D8%A6%D9%8A%D8%B3%D9%8A%D8%A9

https://islamonline.net/en/home/

https://www.facebook.com/IslamiJindegiApp/

http://www.islamijindegi.com/

https://www.banglakitab.com/

https://www.alkawsar.com/bn/

https://m.harunyahya.com/

https://iumsonline.org/en/

♡ The moments of happiness we enjoy take us by surprise. It is not that we seize them, but that they seize us. ♧ Life unfolds itself in mysterious ways.

https://www.pw.org/content/books_offer_lifeline_in_incarceration

You hide in your mansion While the young people’s blood Flows out of their bodies And is buried in the mud You’ve thrown the worst fear That can ever be hurled Fear to bring children Into the world

https://books.google.com/books/about/Climate_Justice_in_a_Non_ideal_World.html?id=5kknDAAAQBAJ

https://books.google.com/books/about/The_Climate_Casino.html?id=YfzYAQAAQBAJ

♡Knowledge: Hadrat Mu’adh ibn Jabal (may Allah be pleased with him) said: I have also heard from the Messenger of Allah (may peace be upon him) that you should acquire knowledge. Because, acquiring knowledge is God-fearing, its exploration is worship, its teaching is tasbeeh and its discussion is jihad. Giving knowledge to a person who does not know is charity. Proximity to spend for a worthy person. Knowledge is a companion in solitude, a companion on a journey, a solitary talker, a guide to religion, a guide in both affluence and poverty, a representative in front of friends, a closeness among strangers, a tool against the enemy and a beacon on the way to paradise.°

https://www.goodreads.com/book/show/494670.History_of_the_Conflict_Between_Religion_and_Science

https://books.google.com/books/about/The_Spirit_of_Islam.html?id=GI3HDwAAQBAJ

Be mindful who you trust. Remember, sugar & salt? They look similar. So tread carefully. Listen to your gut feel. The Almighty has given you intuition. Use it wisely. Watch what people are doing. Not just what they’re saying. When words & actions are aligned, trust is affirmed!

https://www.researchgate.net/publication/243391999_Enstein’s_Mistakes_The_Human_Failings_of_Genius

https://books.google.com/books/about/The_Limitations_of_Science.html?id=mdglAAAAMAAJ

https://books.google.com/books/about/One_Two_Three_Infinity.html?id=EZbcwk6SkhcC

https://books.google.com/books/about/The_End_of_Infinity.html?id=RLFjDwAAQBAJ

The ladder of freedom. -What does independence mean? Emotionless? Self + under means, under the self? Being submissive means being subject to arbitrariness. Freedom means, under Su (superiority). Freedom is therefore subject to good and welfare. Atonement does not mean punishment, but a return to nature, a return to normalcy. Happiness is not for alone. It has to be shared. Everyone will be asked about his subordinates. Responsibility.

♡To see your outside you need eyes and a mirror but to see your inside you need a heart and your heart becomes your eyes and a mirror.

♡From the word to the situation, from the news to the eye, from the word to the meaning and from the terminology and definition to the basic truth. So sure knowledge or yakin. ♡Call; From doubt to conviction, from hypocrisy to sincerity, from addiction to renunciation, from arrogance to humility, from enmity to unity.

https://m.clearquran.com/

❤ Expect less – Smile a lot – be Resilient – be Authentic – Lift others – be Loved – be Hatch.

৺ জীবনের তিনটা জিনিস কখনই ফিরিয়ে আনা যায় না :

■ যা তুুুমি বলে ফেলেছ

● যা তুমি হারিয়ে ফেলেছ

○ যে দিন চলে গিয়েছে

https://www.goodreads.com/book/similar/64427329-clear-bright-future-a-radical-defence-of-the-human-being

https://www.pdfbook.pw/2017/12/pdf_3.html

https://en.wikipedia.org/wiki/Rihla

https://www.pw.org/content/page_one_where_new_and_noteworthy_books_begin_104

https://www.audible.com/blog/playlisted/article-best-audiobooks-for-working-out

https://onlineislamicbook.com/the-modernist-menace-to-islam-by-daniel-haqiqatjou/

https://www.goodreads.com/book/show/57647385

https://www.haymarketbooks.org/books/subjects/33-palestine

https://www.haymarketbooks.org/books/subjects/13-black-politics

https://books.google.com/books/about/Madness_and_Civilization.html?id=Gs5PRR9-8BcC

https://www.goodreads.com/book/show/16143347-we-were-liars

https://books.google.com/books/about/Lost_Islamic_History.html?id=TsSHCwAAQBAJ

https://books.google.com/books/about/1984.html?id=1aIFEAAAQBAJ

https://books.google.com/books/about/Mirrors.html?id=_nSPmDzlqmQC

https://books.google.com/books/about/Global_Awakening.html?id=71ooDwAAQBAJ

https://books.google.com/books/about/Islam_and_the_Arab_Awakening.html?id=GDJh3LKp5qgC

https://www.goodreads.com/en/book/show/31123657-muhammad

°বই পড়ানোর চেয়েও গুরুতর অপরাধ অনেক আছে। সেগুলোর মধ্যে একটি হল বই না পড়া।

https://darululoom-deoband.com/home/

“A reader lives a thousand lives before he dies. The man who never reads lives only one.”