Process of Osmosis

Through osmosis, a state of equilibrium is achieved.

মা তার প্রত্যেক শিশুকে স্বাধীন আর ‘ফিতরত’ বা স্বভাব ধর্মের উপরই জন্ম দেয়। অভিভাবক ও তাঁর নষ্ট পরিবেশ প্রতিবেশ তাকে মিথ্যুক দুর্নীতিগ্রস্ত অংসিবাদী বানায়।

প্রানীজগতে অথবা জড়জগতে যদি কোন পরিবর্তন ঘটে, তা হলে সেই পরিবর্তন নষ্ট করে পূর্বাবস্থায় ফিরে যাওয়ার ঝোঁক তখনই সেই পদার্থের মধ্যে সৃষ্ট হয়। Repetition Compulsion. 3rd law.

♡ The mother gives birth to each of her children independently and on the basis of ‘fitrat’ or nature religion. The guardian and his degraded environment make him a false corrupt partisan.

If there is a change in the animal world or in the inanimate world, then the tendency to destroy that change and return to its former state is created in that matter. Repetition Compulsion. 3rd law.

Empiricism (Reponse to external stimuli)

কুচিন্তা কুমন্ত্রণা কুপ্রবৃত্তির উদারিকরণ উদারাময়তার মহামারী। উদর সকল রোগের সুতিকাগার।

■ Evilness of Liberalism Abdomen is the birthplace of all diseases.

নিজ্ঞান যদি যথার্থই sublimated হয়ে জ্ঞানস্তরে যেত, তাহলে মানুষের জ্ঞানস্তরে পশুত্বের বিকাশ দেখা যেত না। প্রকৃত পক্ষে অনেক মানুষের জ্ঞানস্তরে দেবভাবের যে বিকাশ দেখা যায়, পশুত্বের বিকাশ তা’হতে কোন অংশে কম নয়। বর্তমান যুদ্ধ ব্যাবসা কি মানুষের জ্ঞানস্তরের বর্বরতার অভিব্যক্তি নয়? আধুনিক কলেও(Digital Era) অধিকাংশ মানুষের জ্ঞানস্তরে অসংযম, হিংসা, বিদ্বেষ, প্রভৃতি পশুভাব কি কম? এই সকল দৃষ্টান্ত দ্বারা স্পষ্ট প্রমাণিত হয় যে, ভাল বা মন্দ কোন বিষয়েরই প্রকৃত স্বরূপ নষ্ট করে তাকে অপরাসায়নিক ভাবে(alchemically) ‘সংস্কৃত'(sublimated) করা যায় না। পক্ষান্তরে যহা কেবল বাহ্যতঃ সংস্কৃত বলেই প্রতীত হয়, তাকে সংকৃত বলা একান্ত অযৌক্তিক। প্রতিফলিত জ্ঞানের নিদর্শন নবীর সম্মন্বিত শিক্ষা(সুন্নত) যা, তারই চর্চা হল সংস্কৃতি।

☆ If ignorance were properly sublimated to the level of knowledge, then the development of bestiality would not be seen in the level of knowledge of man. In fact, the development of divinity that is seen in the level of knowledge of many people is no less than the development of bestiality. Isn’t the current war business an expression of the barbarity of human knowledge? Even in the modern era (Digital Era) most people’s level of knowledge is less animalistic, such as incontinence, violence, hatred, etc.? All these parables make it clear that no matter how good or bad a thing is, it cannot be alchemically ‘sublimated’ by destroying its true nature. On the other hand, it is utterly unreasonable to call what is apparently Sanskrit only Sanskrit. The reflection of the reflected knowledge is the Prophet’s co-teaching (sunnat), which is the practice of culture.

থিয়া Θεία

0n line to In line (Interoperability Matrix)

মানুষ মাত্রেরই আভ্যন্তরীণ ‘কোন কিছুর’ সঙ্গে তার প্রবৃত্তি ও প্রেরণার অবিরাম সংঘাত চলেছে এই “কোন কিছু’কে” অজ্ঞেয় শক্তি(spirit) বলা যায়। এই অদৃশ্য শক্তির স্বরুপ যেমন জানা যায় না, মানুষের স্বাভাবিক প্রবৃত্তি(instinct) ও প্রেরণার(desire) স্বরুপ ও তেমনি অজ্ঞাত। অজ্ঞেয় শক্তির ন্যায় প্রবৃত্তি ও প্রেরণাও রাহস্যিক(mysterious)। একটিকে স্বীকার ক’রে অপর দুইটিকে অস্বীকার করা যুক্তিবিরুদ্ধ।

♧ Man’s instinct and motivation are in constant conflict with his inner ‘something’. This ‘something’ can be called an unknowable force. As the nature of this invisible force is not known, so is the nature of human instinct and desire and so unknown. Instinct and motivation are mysterious as well as unknowable energy. It is illogical to admit one and deny the other two.

Selfassertion of Narcissism

*মন জড়পদার্থের রাসায়নিক ক্রিয়াবিশেষ হতে উৎপন্ন। আধুনিক মনোবিজ্ঞানের অধিকাংশ শাখা এই ভিত্তির উপর প্রতিষ্ঠিত। এই দিক দিয়ে বর্তমান মনোবিজ্ঞান মনশূন্য বিজ্ঞান। psychology without a psychic. Expression of his own psychic.

● The mind arises from the chemical reaction of inert matter. Most branches of modern psychology are founded on this foundation. In this respect the current psychology is mindless science. psychology without a psychic. Expression of his own psychic.

Assimilation:

Assimilation of Regression

The mind arises from the chemical reaction of inert matter. Most branches of modern psychology are founded on this foundation. In this respect the current psychology is mindless science. psychology without a psychic. Expression of his own psychic.

মানুষের জীবনে ধর্ম(নীতির) মূল্য ও প্রয়োজন অনস্বীকার্য। ধর্মীয় প্রতীক, অনুষ্ঠান, উৎসব, আচার-আচরণ, লেন-দেন, চরিত্র, যা সংস্কৃতি। সংযম। প্রভৃতি মানুষের অভ্যন্তর জীবনে দাবীর সঙ্গে বাহ্য জীবনের সম্বন্ধ স্থাপন করবার উপায়।

□ The value and necessity of religion (principle) in human life is undeniable. Religious symbols, ceremonies, festivals, manners, transactions, character, which is culture. Moderation. Etc. The way to establish the relationship of external life with the demands in the inner life of man.

প্রাকৃত বিজ্ঞান(natural science) প্রতিপাদ্য ইন্দ্রিয়জাত জ্ঞান(empiricism)লাভেরও প্রয়োজন অনুসারে আবশ্যক। বাহ্য জড় জগতের দিক থেকে সূক্ষ্ণ্য আভ্যন্তর, জড় ও চেতন উভয় জগতই রহস্যময় অসীম বিরাট। মানুষ এই দুইটি জগতের সংযোগস্থলে দাঁড়িয়ে একবার একটির আবার অপরটির মহিমময় বিরাট রুপ, মুগ্ধ দৃষ্টিতে নিরক্ষণ করছে এবং স্ব স্ব ভাবানুসারে কেহ একটিকে ত্যাগ করে অপরটির কেহ বা উভয়টির সম্পদ আহরণের চেষ্টায় যত্নবান। আল-হাম-দু-লিল্লাহ।

○ It is also necessary to gain empiricism as per the natural science. From the external inanimate world, the subtle inner, inanimate and conscious worlds are mysteriously infinitely vast. People are standing at the junction of these two worlds, observing each other’s majestic form with fascinated eyes, and some of them are careful to leave one of them and try to acquire the wealth of the other or both. Al-ham-du-lillah.

World without mind

Threatn of big threat,

The existential

threath of big teck

Investing in protecting

Themselves

Franking

Fover

Truth is really stranger then fuction!

♥রাসায়নিক দ্রবন সূত্র : ¤ Chemical solution formula:

Neurotic States of Mind (Obsession)

■ প্রাগৈতিহাসিক যুগোত্তর বিজ্ঞানের সংস্কার যুগে ইউরোপীয় অনেক দার্শনিকের মতে Ex-Nihil fit বা Out of nothing comes ইত্যাদ তাত্ত্বিক যেমন প্রকৃতিবাদী নেতিবাচক ধারনা বিতর্ক সৃষ্টি করে সমাজকে অশান্ত করেছে। মোহ বা নেশা গ্রস্ততার হ্যাংওভার সাবস্ত। নাস্তিকতাবাদ একটি নিরাশবাদী তথা নৈরাজ্যবাদী অত আধুনিক উচ্ছৃঙ্খলবাদী পথহারা বাড়াবাড়ি প্রমাণিত।

♤ According to many European philosophers in the Reformation era of prehistoric science, Ex-Nihil fit or Out of nothing comes etc. Theoretical such as naturalistic negative ideas have created controversy and disturbed the society. The hangover of intoxication or intoxication is subtle. Atheism is a pessimistic, anarchist, and so on.

★Superiority Complex :

Ego(অহম) : id(ego এর অঙ্গ)

♡Resistance :

CENSOR

♡ আল্লাহর অস্তিত্ব বিষষে জড়বাদী-বিজ্ঞানে ‘ডিভাইস ফোর্স’ নামে অনমনীয় দূরত্ব অনেক নমনীয়তা এসেছে ♧

▪ In the materialist science of the existence of God, the inflexible distance called ‘device force’ has become very flexible.

□ Peace

IT DOES NOT MEAN TO BE IN A PLACE

WHERE THERE IS NO NOISE, TROUBLE OR HARD WORK, IT MEANS TO BE IN

THE MIDST OF THOSE THINGS AND

STILL BE CALM IN YOUR HEART.

ATMOS

Electro Chemistry & Magnetic Core
সাধারণত স্নায়ূকোষের 'অ্যাক্সন'/ আ'মাল দ্বারা স্নায়ূর অনুভূতি তড়িৎ সংকেত বা Electric Impulse হিসেবে স্নায়ূসন্ধির কাছাকাছি পৌছায়। সেখানে এটি বিশেষ এক রাসায়নিক সংকেতে পরিবর্তিত হয়ে স্নায়ূসন্ধি অতিক্রম করে এবং পেশীকোষে যায়। পেশীকোষে গিয়ে এই রাসায়নিক সংকেত পুনরায় তড়িৎ সংকেতে পরিবর্তিত হয়। এর ফলে পেশী কোষ সংকোচিত হয়।
Usually the sensation of the nerve is reached by the 'axon'/action of the nerve cell near the nerve joint as an electrical signal or electric impulse.  There it transforms into a special chemical signal that crosses the nerve and goes into the muscle cell.  These chemical signals are converted into electrical signals by going to the muscle cells.  This causes the muscle cells to contract.  

ভর সাম্যঃ-

Preventing Cell Division
 অ্যাক্সন নামক যে প্রান্ত দ্বারা একটি স্নায়ূকোষ, পেশীকোষের সাথে সন্ধি সৃষ্টি করে সেখান থেকে এসিটাইল কোলিন নিঃসরণ বন্ধ হয়ে পড়ে। ফলে স্নায়ূকোষ ও পেশীকোষের মাঝে যোগাযোগ বন্ধ হয়ে যায়। রোগী পেশী সঞ্চালণে অক্ষম হয়ে পড়ে এবং প্যারালাইসিসে আক্রান্ত হয়। শুধুমাত্র আক্রান্ত স্নায়ূকোষের নতুন অ্যাক্সন গঠনের মাধ্যমেই পেশীর স্বাভাবিক কার্য+ক্ষমতা ফিরিয়ে আনা সম্ভব। এতে সময় লাগতে পারে?
The excretion of acetylcholine from a nerve cell, called the axon, at the junction of the muscle cells.  As a result, communication between nerve cells and muscle cells is stopped.  The patient becomes unable to move muscles and suffers from paralysis.  It is only through the formation of new axons in the affected nerve cells that it is possible to restore the normal function + capacity of the muscle.  This may take some time?

Crisis Inspired Reform

The Cercle of Life
Crisis-Revert-Revival-complacency

System (maintenance) improvement of appliances; Not development. Refining the mind, purifying, sanctifying the mood. The real revelation. Sustainable Development.

SIMPLICITY

আমরা আমাদের বিজ্ঞান ও জ্ঞানকোষসমূহের মধ্যে ভুবে, থেকে সে সবের মধ্যে নিহিত ঐশ্বরিকতাকে ভূলে যাই। সুস্পষ্ট: কোরআন অবতীর্ণ হওয়ার পর ‘পূর্ণ আনুগত্য’ মুহাম্মদ(স:) এর প্রতি আনুগত্য প্রকাশ করে মুসলমান হওয়াতেই সীমাবদ্ধ। এ ইলম তো দ্বীন। কাজেই লক্ষ কর স্বীয় দ্বীন কার কাছ থেকে গ্রহণ করছ।এবং বিনয় হৃদয়ে অবস্থান করে।

As we dwell in our science and encyclopedias, we forget the divinity inherent in them all. Explicit: After the revelation of the Qur’an, ‘complete obedience’ is limited to being a Muslim by expressing allegiance to Muhammad (pbuh). This knowledge is religion. So notice from whom you are receiving your religion. And humility resides in the heart.

Cryo-Preservation: Cell Culture Protocol

□ Consciousness of Eternity Immortality & Inequality

‘Akhirat’ একমাত্র বিপ্লব: তার অন্তরে এমন এক প্রত্যয়ের অম্লান শিখা অবিরাম সমুজ্জ্বল করে দেয় যে, আমি প্রকাশ্যেই থাকি আর গভীর নির্জনেই থাকি, রাজপথে থাকি কিংবা কোন বদ্ধঘরে লুকিয়েই থাকি, মুখে বা ভাব-ভাব-ভঙ্গিতে প্রকাশ করি আর নাই করি, আমার সকল আচরণ, আমার সকল অভিব্যক্তি, এমনকি অন্তরে লুক্কায়িত প্রতিটি আকাঙ্ক্ষা পর্যন্ত সর্বত্র বিরাজমান এক মহাসত্তার সামনে রয়েছে।তাঁর সদাজাগ্রত দৃষ্টির সামনে কোন কিছুই আড়াল করার সাধ্য আমার নেই। আমার সত্তার সঙ্গে মিশে রয়েছে এমনসব প্রহরী, যারা আমার প্রতিটি আচরণ এবং আভিব্যক্তি প্রতিমুহূর্তেই লিপিবদ্ধ করছেন। উপরোক্ত বিশ্বাসের মাধ্যমেই প্রাথমিক যুগে এমন মহত্তম চরিত্রের অগনিত লোক সৃষ্টি হয়েছিলেন, যাদের চাল-চলন এবং আচার-আচরণ দেখেই মানুষ ইসলামের প্রতি শ্রদ্ধায় অবনত হয়ে পড়ত।

‘Akhirat’ is the only revolution: the unquenchable flame of a conviction in his heart that I live in public and in deep solitude, on the streets or in a closed room, whether I express it in my face or in my expression, all my Behavior, all my expressions, even every desire hidden in the heart is in front of a omnipresent being. I can’t hide anything in front of his conscious eyes. There are guards attached to my being, who are recording my every behavior and expression at every moment. It was through the above beliefs that innumerable people of great character were created in the early period, whose conduct and manners made people fall in reverence for Islam.

¿ পৃথিবী উত্তাপহীন ইনারকোর আর মানুষের নিরুত্তাপ হৃদয়, বৃহস্পতির দশা?

¿The earth is a heatless Inarcor and the heatless heart of man, the phase of Jupiter?

65% লোহা। অবাধ অনিয়ন্ত্রীত উত্তলনের ফলে ‘ভর সাম্যের’ ভর ঠিক থকবে তো ?

♥ 65% iron. As a result of free and uncontrolled lifting, the mass of ‘mass equality’ will be exhausted?

রনন

¤ পদার্থ বিজ্ঞান বা প্রাকৃতিক বিজ্ঞান মতে প্রত্যেক পদার্থের ধর্ম আছে। স্বাভাবিক। সমষ্টিগত পদার্থের মিশ্রণ মানুষ তার তো ‘ফিতরাত’ বা স্বভাব ধর্ম থাকবে। তার রসায়ন ঠিক রাখতে ‘Hedayat’: থাকতে হবে।

♡ According to physics or natural science, every substance has a religion. Normal. A mixture of aggregates, man will have ‘fitrat’ or nature religion. To keep his chemistry right ‘Hedayat’: Must have.

》অতি-সংস্কৃত (অপ-আধুনিক) হওয়ার ফলে, জৈবিক তাড়িত মন হৃদয়কে কলুষিত করে সৃষ্টি করে মস্তিষ্ক ক্ষরণের চাপ। যার ফলে ঘটে গ্রীড বিপর্যয়। ° ট্রিগার পয়েন্ট: হৃৎ কম্পাঙ্কের বাড়াবাড়ি অথবা গাফিলতির স্থুলতা। # দুর্বল বাহক কে শক্তিমান করা। ❤️ Rehabbing – স্ট্রোক(ব্রেন এটাক) এর ফল স্বরূপ রোগীর প্যারালাইসিস হলে মাংসপেশী কাজ করেনা বা আমল যোগ্য থাকে না। যেমন, যার যেই মাংশপেশী দুর্বল সেই পেশীগুলো মস্তিষ্কের ইলেকট্রিক ইমপালস আক্সন (জৈবিক লজিকগেইট) দ্বারা ডিকোড করতে পারে না। ■ আমরা চাই মস্তিষ্ককে রি-এডুকেটেড(ঈমান-ইয়াকীনের) করে থেরাপিটিক(ঈমান-আমলের) চিকিৎসা করে আমল যোগ্য (সলেহ) করার মেহেনত। ♧ ব্যাথিত অনুভূতির চেতনা বন্ধুর মত চাই আমাদের বাঁচাতে। অনুভূতি হীন ব্যাথা ও ভার মুক্ত রোগ মরনঘাতী। অনুতাপ(ব্যাথার) চিকিৎসা আরোগ্যের পথ। আহ্বান; ডি-জেনারেশন হতে বেঁচে থাক। ফিরে আস রবের ঠিকানায় সততা ও পবিত্রতায়।

》Being over-cultured (op-modern), the biologically haunted mind pollutes the heart and creates the pressure of brain drain. This results in grid failure. ° Trigger Point: Excessive heart rate or gross negligence. # To strengthen weak carriers. ❤️ Rehabbing – If the patient is paralyzed as a result of a stroke (brain attack), the muscles do not work or are not able to function. For example, those whose muscles are weak cannot decode electrical impulses from the brain by axons (biological logic gates). ■ We want the mind to be re-educated (Imaan-Yaqin) and treated therapeutically (Imaan-Amal) and work to make it actionable (Saleh). ♧ Consciousness of painful feelings wants to save us like a friend. Painless pain and weightless disease are fatal. Repentance is the path to healing. calling; Survive the D-generation. Return to the Lord in honesty and purity.

Leave a Reply