“Lamha”

Previous Previous

লামহে:মূহুর্ত/ওয়াক্ত

‘প্রথম শৈশব তোমাকে কয়েক বছর খেলায় মাতিয়ে রেখেছে, অতঃপর যৌবন তোমাকে উন্মাদ বানিয়েছে, অতঃপর বার্ধক্য এসে তোমাকে কতইনা কষ্ট দিয়েছে, মৃত্যু তোমাকে একেবারে অকেজো করে দেবে। দুনিয়া মোহাবিষ্ট হবার স্থান ন, এ হলো শিক্ষা নেয়ার ক্ষেত্র, অহেতুক নয়।’

সময়ের চক্র যদিও বিষ্ময়কর, কিন্তু মানুষের আলসেমি আরো বিষ্ময়কর। মানুষের উচিৎ নিজ জীবনের সেই দিনটির জন্য দুঃখ প্রকাশ করা যা এমনভাবে অতীত হয়েছে যে, তাতে কোন নেক কাজ হয় নি। হযরত আবু বকর (রা:)

কুরআন মজিদের বিভিন্ন আয়াতে রাতদিন ও কালের শপথ করার সাথে সাথে বিভিন্ন সময়ের শপথ করা হয়েছে। কোথাও প্রভাতের, কোথাও চাশতের সময়ের, আবার কোথাও আছরের সময়ের শপথ করা হয়েছে। এ সব শপথের অন্যতম উদ্দেশ্য হলো- মানুষকে ডেকে ডেকে সময় ও প্রিয় জীবনের প্রবহমান ধারা থেকে উপকৃত হওয়া ও প্রতিমূহুর্তকে মেপে মেপে ব্যায় করার প্রতি মনোযোগ আকর্ষণ করা।। শরিয়তের হুকুমসমূহে: সময় গুরুত্ব ও এহতেমামের (পূর্ব প্রস্তুতি) বাধ্যবাধকতা রয়েছে।

“ইসলামের অন্যতম সৌন্দর্য হলো ব্যাক্তর অনর্থক কাজ পরিহার করা।” -হাদীস।

Lamhe: Moment / Time

‘First childhood has kept you intoxicated for a few years, then youth has driven you insane, then old age has given you so much trouble, death will make you completely useless. The world is not a place to be fascinated, it is a field of learning, not unreasonable.

Although the cycle of time is wonderful, human laziness is more wonderful. Man should mourn for the day of his life which has passed in such a way that no good has been done in it. -Hazrat Abu Bakar (RA)

In different verses of the Quran, oaths have been taken at different times of the day and night as well as at different times. Somewhere in the morning, somewhere in the time of Chashat, and somewhere in the time of Asr. One of the purposes of all these vows is to call people to benefit from the flowing stream of time and dear life and to draw attention to the fact that every moment is spent measuring. In the commandments of the Shari’ah: There is the importance of time and the obligation of Ehtemam (pre-preparation).

“One of the beauties of Islam is to avoid useless deeds.” – Hadith.

অবস্থা

“পাঁচ অবস্থার পূর্বে পাঁচটি অবস্থার সদ্ব্যবহার করবে : মৃত্যুর পূর্বে জীবনকালের, অসুস্থতার পূর্বে সুস্থতার, ব্যাস্ততার পূর্বে অবসরের, বার্ধক্যের পূর্বে যৌবনের এবং অভাবের পূর্বে সচ্ছলতার।”- শেষ নবী (দ:)।

“দুইটি নেয়ামত দ্বারা যথাযথ উপকৃত হতে অনেক মানুষ ব্যর্থ হয় – সুস্থতা ও অবসর।” -হাদীস ।

প্রতিদিন প্রভাতে যখন সূর্য উদিত হয় তখন দিন এ মর্মে ঘোষণা করে – “আজ যদি কেউ নেক আমল করতে পারে তাহলে সে তা করে নিক। কেননা আমি তোমাদের কাছে আর কখনই পুনরায় আসব না।” হাদীস।

দুয়া: হে আল্লাহ, আমাদের কষ্টের মধ্যে ছেড়ে দিওনা, আমাদের উদাসীনতার সময়ে পাকড়াও করো না এবং আমাদের গাফেলদের অন্তর্ভূত করোনা। হে আল্লাহ আমরা তোমার কাছে জীবনের মূহুর্তসমূহের কল্যাণ ও সময়ের বরকত প্রার্থনা করছি।

“আমার কাছে একেবারেই অসহ্য লাগে যখন কোন লোককে সম্পূর্ণ কর্মহীন দেখি যে, সে দ্বীনের কোন কাজেও লিপ্ত নেই দুনিয়ার কোন কাজেও নেই।” – খলিফা ওমর (রা)।

“দিনসমূহ হল তোমাদের জীবনের খাতা। এগুলোকে চিরস্থায়ীত্ব দান কর নেক কাজের মাধ্যমে।” – হযরত আলী(রা:)

পার্থিব জীবন

“Take advantage of five conditions before five: life before death, recovery before illness, retirement before busyness, youth before old age and prosperity before deprivation.” – The Last Prophet (pbuh).

“Many people fail to properly benefit from the two blessings – wellness and leisure.” – Hadith.

Every day when the sun rises in the morning, the day declares in this sense – “If anyone can do good deeds today, let him do it. Because I will never come to you again.” Hadith.

Dua: O Allah, do not leave us in our misery, do not seize us in our time of indifference and do not include us among the heedless. O Allah, we ask You for the blessings of the moments of life and the blessings of time.

“I find it absolutely unbearable when I see a person who is completely unemployed, that he is not engaged in any work of religion, nor in any work of the world.” – Caliph Omar (ra).

“Days are the record of your life. Give them permanence through good deeds.” – Hazrat Ali (ra)

ক্ষয়িষ্ণু দেহের পদযাত্রা

“আমি সেই দিনটির চেয়ে আর কোন কিছুর জন্য বেশি অনুতপ্ত হই না যা আমার জীবন থেকে কমে যায় অথচ সেদিন আমার আমলে কোন সংযোজন হয় না।” আবদুল্লা ইবনে মাসউদ (রা:)।

আমিরুল মুমিনীন হযরত উমার ই’বনে আব্দুল আযীয (র:) বলতেন দিনরাতের চক্র তোমার হায়াত কমিয়ে দিচ্ছে। তথাপি তুমি আমলের ক্ষেত্রে আলসেমি কর কেন? একবার কেও তাঁকে বলেছিল এ কাজটি কাল পর্যন্ত বিলম্বিত করুন। তিনি বললেন আমি একদিনের কাজই করি অনেক কষ্টে। আজকের কাজ যদি রেখে দিই তাহলে দুদিনের কাজ একদিনে কিভাবে সম্ভব?

“I don’t regret any more than that day which is less than my life but that day is not an addition to my tenure.” Abdullah bin Masood R:

Amirul Muminin Hadrat Umar bin Abdul Aziz used to say that the cycle of day and night is shortening your life. However, why are you lazy in the case of Amal? Someone once told him to delay this work till tomorrow. He said I work one day with great difficulty. If we leave today’s work, then how is it possible to work for two days in one day?

“হে আদম সন্তান, তুমি তো দিনসমূহের সমষ্টি। যখন একটি দিন চলে গেল, তখন তোমার একটি অংশ চলে গেল।” আমি এমন একটা জাতি দেখেছি যাদের কাছে সময়ের মূল্য ও মর্যাদা তোমাদের দিনার-দিরহামের ভালবাসার চেয়ে বেশি। হাসান বসরী (র:)।

পুত্রকে উপদেশ : আল্লামা ইবনুল জাওযী (রহ:) ষষ্ঠ হিজরী; “হে বৎস, জেনে রেখো জীবন হল কিছু ঘন্টা, আর ঘন্টা হলো কিছু মূহুর্তের সমষ্টি। প্রতিটি মুহূর্ত একটি ভান্ডার। কোন মূহুর্ত যেন অহেতুক অতিবাহিত না হয় সে ব্যাপারে সতর্ক থাকবে। নইলে কেয়ামতের দিন যখন একটি ভান্ডার শূন্য দেখবে তখন তুমি অনুতপ্ত হবে। তুমি প্রতিটি মূহুর্তের হিসেব রাখবে যে তা কিসে ব্যায় হয়। নিষ্কর্মা জীবন যাপন থেকে বিরত থাকবে। কাজ করার অভ্যাস করবে এবং ভালভাবে করবে। কবরের এমন আমল পাঠাবে সেখানে পৌছানোর পর যা তোমার জন্য আনন্দদায়ক হবে।”

হযরত ইমাম শাথেয়ী (রহ:) বলেন : আমি দীর্ঘকাল সূফীগনের সহচর্যে থেকেছি। তাদের নিকট থেকে দু’টি কথা শিখেছি –

“সময় হলো তলোয়ারের মত

তুমি তাকে (কোন আমলের মাধ্যমে) কাটবে

নইলে তা তোমাকে (দুশ্চিন্তায় লিপ্ত করে) কাটবে।”

তোমার নফসের হেফাজত করবে

কেননা তুমি যদি তাকে ভাল কাজে লিপ্ত না রাখ, তাহলে তা তোমাকে কোন খারাপ কাজে লিপ্ত করবে।

– হে আল্লাহ (মালিকি ইয়াও মিদ্দিন) আমাদেরকে পুনরায় মাত্র একবার দুনিয়ায় পাঠিয়ে দিন.. দহনের আক্ষেপ।

Time, Tide wait for Nane Here & None can get It back till Hereafter

“Son of Adam, you are the sum of the days. When one day is gone, a part of you is gone.” I have seen a nation to whom the value and dignity of time is greater than the love of your dinars and dirhams. Hasan Basri R

Advice to son: Allama Ibn al-Jawzi Rah 6th Hijri; “O boy, know that life is a few hours, and the hour is the sum of a few moments. Every moment is a treasure. Be careful not to let any moment pass unnecessarily. Otherwise, on the Day of Resurrection, when you see a treasure empty, you will repent. Keep track of what you spend it on. Refrain from living a life of idleness. Get used to working and doing well.

Hazrat Imam Shathei (Rah 🙂 said: I have been in the company of Sufis for a long time. I have learned two things from them –

~ “Time is like a sword

You will cut it (through any act)

Otherwise it will cut you (by worrying).”

♡ # Protect your nafs

♧ Because if you do not keep him engaged in good deeds, then it will cause you to do any bad deeds.

– O Allah (Maliki Yao Middin) send us back to the world only once .. regret of burning

আমাদের নবী (দ:) বলেছেন, “প্রতিদিন সকালে যখন সূর্য উদিত হয়, তখন সে সবাইকে ডেকে ডেকে বলে – হে মানুষ, আমি একজন নতুন সৃষ্টি। আমি তোমার আমলের সাক্ষী। আমা থেকে কোন কিছু হাসিল করতে চাইলে করে নাও। আমি কেয়ামত পর্যন্ত আর কখনই ফিরে আসব না।”

মহানবী (দ:) বলেন – মুমিনের জন্য দুটি ভয়। একটি হলো তাৎক্ষণিক যা অতিবাহিত হয়ে গেছে, যে আল্লাহ তাআলা তার কি করবেন। আরেকটি হলো বিলম্বিত যা এখনও আসেনি। জানা নাই যে, আল্লাহ তাআলা ততে কি ফয়সালা করবেন। সুতরাং মানুষের উচিত নিজ শক্তিতে নিজের জন্য, দুনিয়া থেকে আখেরাতের জন্য, যৌবনে বার্ধক্যের জন্য এবং জীবনে মৃত্যুর পূর্বে কিছু উপকার লাভ কর।

Mitchell -এর ভাষায়, ‘Life’s under no obligation to give us what we expect.’

আশ্বাস : রাত্রির আকাশ ঘিরে জেগে থাক চাঁদ;

আশা জাগে ভাষা পাই মনে পাই গভীর আশ্বাস।

লিখি ইতিহাস

আগামী দিনের এক পৃথিবীর প্রাচুর্যের গাঁথা।

অনাগত মানুষের প্রাণ

পৃথিবীর পথে পথে দিয়ে যায় সহজে জাগিয়া

মনের মাধুর্য আর হাতের সবল দিয়া। অন্ত:স্থলের কামনা : আ-শৈশব পিপাসার প্রতিমার এই অবক্ষয়,

এই নিত্য শেষ হওয়া মুছে যাওয়া এই অপমান

একদা সার্থক হবে পৃথিবীতে।

আসন্ন আগামীকাল

জন্ম দেবে সে অমর্ত্য অটল মহৎ প্রতিভার / আর

নতুন সূর্যের তাপে উষ্ণ হবে পৃথিবীর বুক

এবং আমার

মৃত্যুও মহৎ হবে।

Albent Einstein -এর ভাষায়, ” The man who regards life as meaningless is not merely unfortunates but almost disqualified for life”.

হে তরুণ প্রাণ, আপন হৃদয় সাগরে ডুব দিয়ে তুমি আত্মসমাহিত হও এবং জীবনের সার্থকতা লাভ কর। তুমি আমার যদি না হও, নিজের তো হও।

এটা তোমার কাছে আমার দাবী নয়, তোমার কাছে তোমারই আত্মার দাবী।

বরং তা তোমার স্রষ্টার দাবী তাঁর কাছে তোমার প্রতিশ্রুতি।

: ঐশ্বর্য (wealth) মূলত উপকরণের আধিক্যের কারণে আসেনা বরং মনের ঐশ্বর্যই প্রকৃত ঐশ্বর্য।

Our Prophet (pbuh) said, “Every morning when the sun rises, he calls everyone and says – O man, I am a new creation. I am a witness of your deeds. If you want to get anything from me, do it. I will never come back. ”

The Prophet (pbuh) said – Two fears for the believer. One is the instantaneous that has passed, what Allah will do to him. Another is delayed which has not yet come. It is unknown at this time what he will do after leaving the post. So people should get some benefits for themselves in their own strength, from this world to the hereafter, for old age in youth and before death in life.

In Mitchell’s words, ‘Life’s under no obligation to give us what we expect.’

Assurance: The moon stays awake around the night sky;

Hope awakens language I feel deep assurance.

Write history

A knot of abundance of one world in the future.

The soul of the future man

Wakes up easily on the way to the world

With the sweetness of the mind and the strength of the hand. The desire of the underworld: this decay of the idol of a-childhood thirst,

this humiliation that has been erased forever

will one day be successful on earth.

Coming tomorrow

He will give birth to immortal great talent

And

The warmth of the new sun will warm the heart of the earth

And my

Death will also be great.

In the words of Albent Einstein, “The man who regards life as meaningless is not merely unfortunates but almost disqualified for life”.

O young soul,

by immersing your heart in the sea, you become self-absorbed and attain the fulfillment of life. If you are not mine, be yours.

It is not my claim to you, it is the claim of your soul to you.

Rather, it is your promise to your Creator.

: Wealth is not due to the abundance of materials, but the wealth of the mind is the real wealth.

Which is it, of the favour your Rabb (Cheriser &Sustainer) that he deny?
To the Allah By the Allah For the Allah From the Allah

Leave a Reply

Your email address will not be published.